সারাদেশে চলছে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৪ PM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৯ PM
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা আজ। এ উপলক্ষে ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে দেশের বিভিন্ন পূজান্ডপ। হিন্দু ধর্ম বিশ্বাসে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। সনাতন ধর্মীয় রীতিতে প্রত্যুষে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হয়েছে।
এরপর চরণামৃত নেবেন ভক্তরা। সকাল নয়টার দিকে হয় বাণী অর্চনা। পুরোহিতরা মন্ত্রের মাধ্যমে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করছেন, পূজার আচার পালন করছেন। এছাড়া ভক্তরা পুষ্পাঞ্জলি দিচ্ছেন।
হিন্দুদের বিশ্বাস, সরস্বতী খুশি হলে বিদ্যা ও বুদ্ধি অর্জিত হবে। প্রাচীন কালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন। সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা আজ বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন। রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।
সরস্বতী পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সবচেয়ে বড় আয়োজন করা হয়েছে। সেখানে মূল পূজা মণ্ডপ ছাড়াও বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের পক্ষ থেকে আয়োজন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থান থেকে জগন্নাথ হলে আসছেন পূজা দিতে। অনেকে আসছেন বেড়াতে। সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন মেয়ে হলেও আলাদা আয়োজন রয়েছে। রোকেয়া হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, শামসুন্নাহার হলে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা।
সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে পূজার আয়োজন করা হয়েছে। এখানে সন্ধ্যা ৬ টায় সন্ধ্যা আরতি এবং রাতে আলোকসজ্জার আয়োজন করা হবে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ, পুরান ঢাকার বাণী ভবন, বুয়েটসহ সারা দেশের বিভিন্ন শিক্ষপ্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগেও এ পূজা উদযাপিত হচ্ছে।
এদিকে, জাতীয় সংসদের উদ্যোগে ন্যাম ভবনের পাশে রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যায় এ পূজা উদযাপন অনুষ্ঠানে যাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।