মাছ চুরির মামলায় ছাত্রদলের দুই নেতা গ্রেফতার

০৪ মার্চ ২০২৫, ০৮:২৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫০ PM

© সংগৃহীত

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় ফিসারির মাছ চুরির মামলায় দুই ছাত্রদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) সকালে হ্যান্ডট্রলিযোগে মাছ বোঝাই করে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এসময় চুরি যাওয়া মাছ জব্দ করা হয়।

এ ঘটনায় খালিয়াজুরী সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ ১৬ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে অভিযুক্ত করে খালিয়াজুরী থানায় মামলা করেছেন উপজেলার নগর ইউনিয়নের চেলাপায়া বিলের ইজারাদার মো. পারভেজ চৌধুরী।

গ্রেফতারকৃতরা হলেন, ৩নং খালিয়াজুরী সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সাব্বির ইবনে মাসুম (২৭), একই কমিটির সাংগঠনিক সম্পাদক আজহারুল আলম সাগর (২৮) ও অপরজন রাহিমুল মিয়া (২৪)। তারা সবাই খালিয়াজুরী উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে নগর ইউনিয়নের চেলাপায়া ফিসারিতে গিয়ে বাদীকে গালাগাল করেন অভিযুক্তরা। বাধা দিলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে নগদ ১৭ হাজার টাকা ও বিভিন্ন প্রজাতির প্রায় ২০ মণ মাছ লুট করে নিয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ১২ হাজার টাকা।

মঙ্গলবার সকালে হ্যান্ডট্রলিযোগে মাছ মদন উপজেলায় নিয়ে যাওয়ার সময় খবর পেয়ে পুলিশে অভিযোগ করেন বাদী। পরে খালিয়াজুরী-মদন সড়কের নূরপুর বোয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মাছ জব্দ ও তিনজনকে আটক করে খালিয়াজুরী থানা পুলিশ।

নেত্রকোণা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন বলেন, ঘটনার ব্যাপারে অবগত হয়েছি। কোনও চাঁদাবাজ, চোর বা দুর্বৃত্তের স্থান ছাত্রদলে নেই। অভিযুক্ত দুই পদধারীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ইরানের পতাকাই পরিবর্তন করে ফেলল ইলন মাস্কের 'এক্স'
  • ১২ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজে ইয়াবা সেবনকালে ২ শিক্ষার্থী আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার দুই ঘনিষ্ঠজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানে স্টারলিংক পাঠাতে চান ট্রাম্প
  • ১২ জানুয়ারি ২০২৬
‘অনেক দেরি হয়ে যাওয়ার আগেই চুক্তি করুন’: কিউবাকে ট্রাম্পের …
  • ১২ জানুয়ারি ২০২৬
চবির সেই শিক্ষককে হেনস্থায় ঢাবি সাদা দলের উদ্বেগ, জড়িতদের ব…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9