স্কুলের গাছ কেটে নেওয়ার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে

০৩ মার্চ ২০২৫, ০৫:২৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৬ PM
স্কুলের গাছ কাটছেন শ্রমিকরা

স্কুলের গাছ কাটছেন শ্রমিকরা © টিডিসি ফটো

হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিলামের দরপত্র দাখিলের আগেই স্কুল প্রাঙ্গণ থেকে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস আহমেদ তুষারের বিরুদ্ধে। উপজেলার খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।  

সংশ্লিষ্টরা জানান, বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্নানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হতে যাচ্ছে। এ কারণে বিদ্যালয় দুটির আঙ্গিনায় থাকা যথাক্রমে ৮টি ও ১৫টি গাছ নিলামে বিক্রির উদ্যোগ নেয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়।  

এ লক্ষ্যে উক্ত কার্যালয়ের নিলাম দরপত্র বিজ্ঞপ্তি গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় একটি প্রকাশিত হয়। দরপত্রের সূচি অনুযায়ী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি শিডিউল বিক্রি হয়েছে। উক্ত সিডিউলে ২ মার্চ সকাল ৯টা হতে বেলা ১টা পর্যন্ত দাখিল করা যাবে। 

আরো পড়ুন: জানুয়ারি মাসের বেতন নিয়ে সবশেষ যা জানাল মাউশি

ঐদিন দুপুর ২টায় দরপত্র বাক্স খোলার সময় নির্ধারণ আছে। এ প্রক্রিয়া চলমান থাকাবস্থাই ২৭ ও ২৮ ফেব্রুয়ারি গাছ কাটা শ্রমিক নিযুক্ত করে বিশিষ্ট ঠিকাদার ও উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার অবৈধভাবে গাছগুলো কেটে নিতে শুরু করে।  

সরজমিনে দেখা যায়, স্কুল প্রাঙ্গণ থেকে কাটা গাছগুলো শ্রমিকরা টুকরো টুকরো করে অন্যত্র নিয়ে যাচ্ছেন। ওই সময় শ্রমিকদের তদারকির দায়িত্বে থাকা আল-আমিন নামে ঠিকাদার ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের এক কর্মচারী জানান, তুষার চাচার এ গাছগুলো কাটিয়ে নিচ্ছেন।

উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গাছ কাটার কোন অনুমতি কাউকে দেয়া হয়নি। কেউ কেটে থাকলে তা অবৈধ। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী বলেন, ‘গাছগুলো নিলামে বিক্রির উদ্দেশ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। যার প্রক্রিয়া চলমান আছে। এ অবস্থায় কেউ গাছ কেটে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আইআইইউসির ষষ্ঠ সমাবর্তন শনিবার, সনদ পাচ্ছেন ৮ হাজার গ্রাজুয়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও মানসম্মত করার…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের প্রতিনিধিদের প্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফের ব্যর্থ বাবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু পুঁজি পাকিস্তান…
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার বিষয় ও নম্বর বন্টন দেখুন এ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে এবার কঠোর কর্মসূচির পথে চাকরিজীবীরা
  • ২৯ জানুয়ারি ২০২৬