কিশোরগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী সাবেক রাষ্ট্রপতির শ্যালক

কর্নেল (অব.) অধ্যাপক ডা. জিহাদ খান
কর্নেল (অব.) অধ্যাপক ডা. জিহাদ খান  © সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অধ্যাপক ডা. জিহাদ খান মনোনীত হয়েছেন। তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচনের জন্য কর্নেল (অব.) অধ্যাপক ডা. জিহাদ খানকে দলীয়ভাবে মনোনীত করা হয়েছে।’

এর আগে, ১ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের অন্য পাঁচটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছিল জামায়াত। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) → অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূঁইয়া, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) → কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) → ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক, ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) → কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়াচর) → ভৈরব উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হুসাইন

কর্নেল (অব.) অধ্যাপক ডা. জিহাদ খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালের কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হৃদরোগ বিভাগের প্রধান ছিলেন। জিহাদ খানের জন্ম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ গ্রামে।

আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর কৌশল ও প্রার্থীদের গ্রহণযোগ্যতা নিয়ে কিশোরগঞ্জে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence