সৌরজগতে বিরল ঘটনা, একসঙ্গে দেখা যাচ্ছে ৭টি গ্রহ

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৭ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন বিশ্ববাসী। পৃথিবী থেকে একসঙ্গে দেখা যাচ্ছে সৌরজগতের সাতটি গ্রহ। জোতির্বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ‘প্ল্যানেটারি প্যারেড’ বা গ্রহের কুচকাওয়াজ। ২০৪০ সালের মধ্যে আর এমন দৃশ্যের সন্ধান মিলবে না। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই সপ্তাহে আকাশপ্রেমীদের জন্য একটি বিশেষ মুহূর্ত অপেক্ষা করছে। কেননা চলতি সপ্তাহে ৭টি গ্রহ- মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, শুক্র, নেপচুন, বুধ এবং শনি সন্ধ্যার আকাশে একসঙ্গে দেখা যাবে। এই দৃশ্য একটি বিরল ঘটনা। এটি ২০৪০ সাল পর্যন্ত শেষবারের মতো ৭টি গ্রহ একসঙ্গে এত ভালোভাবে দেখা যাবে।

মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সূর্যাস্তের ঠিক পরেই যতগুলো সম্ভব গ্রহ দেখার সবচেয়ে ভালো সুযোগ থাকবে। চারটি গ্রহ - বুধ, শুক্র, বৃহস্পতি এবং মঙ্গল - খালি চোখে দেখা যাবে। শনি দেখা কিছুটা কঠিন হবে কারণ এটি দিগন্তের নিচে থাকবে। অন্য দুটি গ্রহ - ইউরেনাস এবং নেপচুন - দেখতে টেলিস্কোপের প্রয়োজন হবে।

দিগন্তের একটি ভালো দৃশ্য এবং পরিষ্কার আকাশ সবগুলো গ্রহ দেখার সবচেয়ে ভালো সুযোগ দেবে। তবে, সাতটি গ্রহ দেখার সময়সীমা খুবই সংক্ষিপ্ত হবে।

রয়্যাল অবজারভেটরি গ্রিনিচের জ্যোতির্বিদ ড. এডওয়ার্ড ব্লুমার বলেন, একটি বিরল সুযোগ রয়েছে সাতটি গ্রহকে মূলত একটি সুবিধাজনক জায়গায় দেখার।

সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শনি এবং বুধও অস্ত যাবে, যার ফলে এগুলো দেখা বিশেষভাবে কঠিন হবে। ড. ব্লুমার যোগ করেছেন, সূর্যাস্তের পর আপনি সত্যিই কয়েক মিনিটের জন্য এগুলো ধরার সুযোগ পাবেন, তারপর এগুলো দিগন্তের নিচে চলে যাবে। এরপরও আপনি শুক্র, বৃহস্পতি এবং মঙ্গল গ্রহকে আরও অনেক সময় ধরে স্পষ্টভাবে দেখতে পাবেন।

শুক্র এবং বৃহস্পতি তাদের উজ্জ্বলতার কারণে সবচেয়ে সহজে দেখা যাবে, অন্যদিকে মঙ্গল গ্রহের একটি স্বতন্ত্র লালচে আভা থাকবে। ড. ব্লুমার ব্যাখ্যা করেন, ইউরেনাস প্রযুক্তিগতভাবে খালি চোখে দেখা যায়, তবে এর জন্য আপনার নিখুঁত দৃষ্টিশক্তি এবং আদর্শ পরিস্থিতির প্রয়োজন হবে।

যতগুলো সম্ভব গ্রহ দেখার সুযোগ বাড়ানোর জন্য ড. ব্লুমার পরিষ্কার দিগন্ত দৃশ্য এবং ন্যূনতম আলোর দূষণযুক্ত একটি স্থানে যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, আপনি যদি আপনার রান্নাঘর থেকে বেরিয়ে আপনার পিছনের বাগানে যান, আপনি আলোর মাত্রার সঙ্গে মানিয়ে নিতে সময় নেবেন। কিছু সময় দিন - আপনার চোখ পুরোপুরি মানিয়ে নিতে প্রায় আধা ঘন্টা সময় নেয়। আপনার ফোনের দিকে তাকানো এড়িয়ে চলুন, আরামদায়ক হন এবং নিশ্চিত করুন যে আপনার দিগন্তের একটি অবরুদ্ধ দৃশ্য রয়েছে।

ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে ব্রকোলিসহ ৩ সবজি
  • ১১ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার নৌকার মাঝি এখন ভিপি নুরদের ট্রাকে
  • ১১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৮৬, আবেদন এইচএসসি-এস…
  • ১১ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে অবস্থান কর্মসূচি
  • ১১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবি ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
  • ১১ জানুয়ারি ২০২৬
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেফতার ৩৯
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9