আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৮ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী © সংগৃহীত

আইন নিজের হাতে তুলে না নিতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমি অস্বীকার করছি না যে অঘটন ঘটছে না। তবে আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে সঙ্গে আইনের আওতায় নিয়ে আসছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাভারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও ‘খামারি’ অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশকে আরও সক্রিয় হতে হবে। অচিরেই পুলিশসহ অন্যান্য বাহিনীতে সংখ্যা বাড়ানো হবে।

তিনি আরও বলেন, একটা সময় ছিল যখন জনসংখ্যার চেয়ে কৃষিজমির পরিমাণ অনেক বেশি ছিল। কিন্তু এখন কৃষিজমি কমেছে জনসংখ্যা অনেক বেড়েছে। এরপরও কৃষকরা ভালো উৎপাদনের মধ্য দিয়ে আমাদের একটি সন্তোষজনক পর্যায়ে রেখেছেন।

সাভার ও ধামরাই উপজেলায় আইনশৃঙ্খলার অবনতিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোনো দিকনির্দেশনা দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে শিল্প পুলিশ, থানা পুলিশ, র‌্যাবের পাশাপাশি এখন বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে জনসচেতনতা বাড়াতে হবে।

অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, ফসলের উৎপাদন বেশি হলে কৃষক মিনি কোল্ড স্টোরেজে ফসল রাখতে পারবে। এতে কৃষকের ফসলের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ তৈরি হলো। শীতের সময় ফসল বেশি উৎপাদন হওয়ায় দাম কিছুটা কমে যায়। ফলে কৃষকরা কম মূল্যে তাদের পণ্য বিক্রি করতে হয়। মিনি কোল্ড স্টোরেজের ফলে কৃষক তাদের উৎপাদিত ফসল সংরক্ষণ করে ন্যায্যদামে পরবর্তীতে বিক্রি করতে পারবে।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের পরিচালক তালহা জুবাইর মাসরুর উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৮৬, আবেদন এইচএসসি-এস…
  • ১১ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে অবস্থান কর্মসূচি
  • ১১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবি ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
  • ১১ জানুয়ারি ২০২৬
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেফতার ৩৯
  • ১১ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক আটক
  • ১১ জানুয়ারি ২০২৬
আপিলে বৈধতা পেলেন জামায়াতের আরও এক প্রার্থী
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9