পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। নতুন এ রাজনৈতিক দলের দায়িত্ব নিতে নাহিদ ইসলাম উপদেষ্টার পদ ছেড়েছেন বলে জানা গেছে।

নতুন রাজনৈতিক দল আসার খবরের মধ্যেই একাধিক সূত্র জানিয়েছিল, নাহিদই এ দলের প্রধান হচ্ছেন। গত সপ্তাহে নাহিদ ইসলাম নিজেও জানান, নতুন রাজনৈতিক দলে তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা আছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্টে পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের। পরে ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার।

গত ১৪ সেপ্টেম্বর আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। দলের নেতৃত্বে আসছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, এটা প্রায় নিশ্চিত।

জাতীয় নাগরিক কমিটি বলছে, প্রথমে হবে আহ্বায়ক কমিটি। এরপর কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। নেতারা জানান, এটি হবে মধ্যপন্থার রাজনৈতিক দল। এটি ব্যক্তিকেন্দ্রিক হওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যেসব শর্ত লাগে সেটিও এরই মধ্যে পূরণ হয়ে গেছে।

এই রাজনৈতিক দলের একটি ছাত্র সহযোগী সংগঠন করা হবে। যাতে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬