সেমিনারে বক্তারা

বাংলাদেশের মতো ডিগ্রিধারীর ঘনত্ব পৃথিবীর অন্য দেশে বিরল

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM

© সংগৃহীত

কৃষিখাতে বা শ্রমিকদের মধ্যে তেমন কেউ বেকার থাকছে না। অটোরিকশা চালিয়েও বেকারত্ব ঘোঁচাতে পারছেন তাঁরা। বর্তমানে স্নাতকদের কর্মসংস্থান (গ্রাজুয়েট এম্পয়মেন্ট) এর অবস্থা ভয়াবহ। আমাদের দেশের মত মাস্টার ডিগ্রিধারীদের ঘনত্ব হয়ত পৃথিবীর আর কোনো দেশে বিরল।

বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) রাজধানীর লালমাটিয়ায় বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের অফিসে আয়োজিত ‘বাংলাদেশে শ্রমবাজারের গতিশীলতা এবং কর্মসংস্থানের স্তর: চ্যালেঞ্জ এবং অগ্রগতির পথ’ শীর্ষক সেমিনারের আলোচনায় এ সব কথা উঠে এসেছে। 

বিশিষ্ট অর্থনীতিবীদ ড. মুস্তফা কামাল মুজেরী বলেন, গ্রামীণ অর্থনীতির পরিবর্তন ঘটছে। জলবায়ু পরিবর্তনের কারণে বেকারত্ব সমস্যা তীব্র হয়েছে গ্রামীণ এলাকায়। এখন প্রয়োজন কৃষি, অকৃষি সব ক্ষেত্রে বিনিয়োগ। শুধু অর্থায়ন জরুরি না, তথ্য প্রযুক্তির উন্নয়ন, ব্যবসায়িক উন্নয়ন মডেলও সমন্বয় করা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মুজেরী তাঁর বক্তব্যে আরও বলেন, প্রযুক্তি উৎপাদনশীলতা বৃদ্ধি করছে। আর কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বর্তমানের আরও সব উন্নত প্রযুক্তির সাথে যত দ্রুত আমরা খাপ খাইয়ে নিতে পারব, তত দ্রুত বেকার সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন ড. মুজেরী। 

সেমিনারের মডারেটর বিআইএসআর ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম বলেন, আমরা চরম বেকারত্বের একটি জলজ্যান্ত নমুনা দেখতে পাচ্ছি বর্তমানে অহরহ ছিনতাইয়ের খবর থেকে। বেকারত্ব ঘোচানোর যে আশা নিয়ে তরুণ সমাজের এতো ত্যাগ ও সংগ্রাম তা এখনও সেই অর্থে পূরণের কোন নমুনা চোখে পড়েনি। বেকারত্বকে এখনও তেমন একটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। 

ড. আলম বলেন, আমার গবেষণায় পেয়েছিলাম, সিংগাপুর, মালয়েশিয়া এই দেশগুলো বেকারত্ব রোধে নিজের জনশক্তি বাইরে রপ্তানি না করে দেশের বাইরে থেকে বিনিয়োগ নিয়ে আসে এবং তাদের বেকার সমস্যার অনেকাংশে সমাধান করে। আর আমরা রেমিটেন্স নির্ভর হয়ে যাচ্ছি নিজেদের জনশক্তিকে দক্ষ না করেই। আমাদেরও উচিত দেশীয় উৎপাদন ও বিনিয়োগে জোর দেওয়া। 

বিডিজবস ডটকমের মার্কেটিং ও সেলস বিভাগের পরিচালক প্রকাশ রায় চৌধুরী বলেন, কৃষিখাতে বা শ্রমিকদের মধ্যে তেমন কেউ বেকার থাকছে না। অটোরিকশা চালিয়েও বেকারত্ব ঘোঁচাতে পারছেন তাঁরা। বর্তমানে স্নাতকদের কর্মসংস্থান (গ্রাজুয়েট এম্পয়মেন্ট) এর অবস্থা ভয়াবহ। আমাদের দেশের মত মাস্টার ডিগ্রিধারীদের ঘনত্ব হয়ত পৃথিবীর আর কোন দেশে বিরল। গ্রাজুয়েটদের জন্যেও যেমন পর্যাপ্ত চাকুরি নেই, ঠিক তেমনই শূন্যপদের চাকুরি (এভেইলেবল জব) গুলোর জন্যেও দক্ষ জনশক্তি নেই। জব সেক্টরে পরিবর্তন আসছে, দক্ষতায় ভিন্নতা এসেছে, কিন্তু শিক্ষা ব্যবস্থায় এখনও তেমন পরিবর্তন আসেনি। গ্লোবাল ভ্যালু চেইনের সাথে সামঞ্জস্য রেখে আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে এগিয়ে যেতে হবে বলে তিনি জানান।

এই সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিআইএসআর ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের গবেষকগণ, শিক্ষকসহ এনজিও কর্মীরা অংশগ্রহণ করেন।

১০ হাজারের বেশি প্রতিষ্ঠান প্রধানের পদ শূন্য
  • ১৫ জানুয়ারি ২০২৬
মানুষের বিচার করবে এআই! যা বলছেন বিশেষজ্ঞরা
  • ১৫ জানুয়ারি ২০২৬
জামায়াত-ইসলামী আন্দোলনের সমঝোতার জট কাটছে না, রাজনীতিতে দুই…
  • ১৫ জানুয়ারি ২০২৬
মাস্টারমাইন্ড জাবেদ পাটোয়ারি, বাস্তবায়নকারী টি এম জুবায়ের
  • ১৫ জানুয়ারি ২০২৬
কোপা দেল রে থেকে মাদ্রিদের বিদায়: আরবেলোয়ার বিষাদময় অভিষ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9