‘শহীদ জিয়া শিশুপার্ক’ নামে ফিরছে শাহবাগ শিশুপার্ক

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
শিশুপার্ক

শিশুপার্ক © সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) শাহবাগ শিশুপার্কের নাম পরিবর্তন করে আগের নাম ‘শহীদ জিয়া শিশুপার্ক’ করার সুপারিশ করেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএসসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া, ডিএসসিসির আওতাধীন পাঁচটি স্থাপনা থেকে শেখ পরিবারের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় দুটি সড়ক, দুটি পার্ক ও একটি সেতুর নাম অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি, আরও পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করে আগের নাম ফিরিয়ে আনার সুপারিশ করা হয়েছে। এসব সুপারিশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ডিএসসিসির জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, বোর্ড সভায় যেসব স্থাপনার নাম পরিবর্তনের সুপারিশ করা হয়েছে সেগুলো হলো: বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি যার আগের নাম ইনার রিং সড়ক, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি যার আগের নাম ঝাউচর প্রধান সড়ক, শহীদ শেখ রাসেল শিশুপার্ক (কলাবাগান) যার আগের নাম কলাবাগান শিশুপার্ক, শহীদ শেখ রাসেল শিশুপার্ক (যাত্রাবাড়ী) যার আগের নাম যাত্রাবাড়ী শিশুপার্ক, মেয়র শেখ তাপস সেতু যার আগের নাম কামরাঙ্গীরচর ব্রিজ। 

এছাড়া, আরও কয়েকটি স্থাপনার নাম পরিবর্তন করে পূর্বের নাম ফিরিয়ে আনার সুপারিশ করা হয়েছে। সেগুলো হলো- হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক যার আগের নাম শহীদ জিয়া শিশুপার্ক, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র যার আগের নাম গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক যার আগের নাম সরাফতগঞ্জ পার্ক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সরণি যার আগের নাম কামরাঙ্গীরচর লোহারপুল-বুড়িগঙ্গা সড়ক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র যার আগের নাম কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র।

উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারিতে ডিএসসিসি ‘শহীদ জিয়া শিশুপার্ক’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। ১৯৭৯ সালে শাহবাগে ‘শহীদ জিয়া শিশুপার্ক’ প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সাল থেকে এটি আনুষ্ঠানিকভাবে শিশুদের বিনোদনকেন্দ্র হিসেবে যাত্রা শুরু করে।

ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যায় জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে: নৌ উপ…
  • ০২ জানুয়ারি ২০২৬
পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ
  • ০২ জানুয়ারি ২০২৬
‘এখন উনারা ভোট করবো কারে লই?’
  • ০২ জানুয়ারি ২০২৬
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ জানুয়ারি ২০২৬
‘বিবিধ খরচ’ বলে নতুন বই বিতরণে টাকা আদায়ের অভিযোগ প্রধান শি…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!