জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক: রিজভী

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর কথা বলছেন রুহুল কবির রিজভী সংগৃহীত

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর কথা বলছেন রুহুল কবির রিজভী সংগৃহীত © সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বিএনপি মেনে নেবে না।

আজ রবিবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচন নিয়ে দেশে একধরনের গড়িমসি চলছে, যা নতুন বাংলাদেশ নির্মাণে প্রতিবন্ধকতা তৈরি করছে।

তিনি বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) হাত দিয়ে বারবার গণহত্যা করেছে। শেখ হাসিনার বাবা বাকশাল করেছিল আর এবার সে দ্বিতীয় বাকশাল তৈরি করেছিল। তার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ছাত্রদল, যুবদলের নেতাদের ধরে ধরে নিয়ে এসে হত্যা করেছিল। যারা গণতন্ত্রের জন্য কর্মসূচি পালন করেছে তাদের হত্যা করেছে। তাদের বিচার হবেই ইনশা আল্লাহ।’

আরও পড়ুন: নতুন দলের প্রতীক দোয়াত-কলম, তলোয়ার, শাপলা ফুলের প্রস্তাব

রিজভী বলেন, ‘আমরা একটি ঐতিহাসিক অধ্যায় পার হয়ে নতুন অধ্যায় শুরু করেছি। আগে আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমরা গণতন্ত্রের চর্চা করতে পারতাম না, অনুশীলন করতে পারতাম না, আমরা সভা-সমাবেশ করতে পারতাম না। সব সময় আমাদের নেতাকর্মীদের গুম, খুন ও নিপীড়ন চালানো হয়েছে, হত্যা করা হয়েছে।’

দেশে শান্তি ও স্থিতিশীলতা আনতে দ্রুত নির্বাচন প্রয়োজন জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা আনতে হলে দ্রুত রাজনৈতিক দলগুলো যেন জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে, তেমন অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। কারণ, হাসিনার দোসরেরা কেউ চুপ করে নেই। তারা তাদের নেতাকর্মীদের দেশের বাইরে থেকে হত্যা এবং দেশকে অস্থিতিশীল করার নির্দেশ দিতে পারে। তাই সরকারের উচিত একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা এবং অবিলম্বে ভোটের তারিখ ঘোষণা করা।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান সুমন, নজরুল ইসলাম আজাদসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন।

চবির সেই শিক্ষককে হেনস্থায় ঢাবি সাদা দলের উদ্বেগ, জড়িতদের ব…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প
  • ১২ জানুয়ারি ২০২৬
২০২৬ সাল ‘যুদ্ধ ও ধ্বংসের’ বছর, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী
  • ১২ জানুয়ারি ২০২৬
আগামী নির্বাচনের ফলাফলে কেন 'প্রভাবক' হয়ে উঠতে পারেন সুইং ভ…
  • ১২ জানুয়ারি ২০২৬
যশোরের বিদেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করেন না যেসব কারণে
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9