উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দেশের ৬৪ জেলায়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
দেশের প্রতিটি প্রান্তে গুণগত শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের স্বপ্নপূরণে নতুন ১৪টি ব্রাঞ্চ চালু করার মাধ্যমে উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন ৬৪ জেলায়।
আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) শিক্ষার্থী-অভিভাবক সেমিনারের মধ্য দিয়ে উদ্ভাস-উন্মেষ এর এই ব্রাঞ্চগুলো উদ্বোধন হতে যাচ্ছে। ফলে শিক্ষার্থীরা এখন নিজ জেলা বা উপজেলাতে থেকেই একাডেমিক ও এডমিশন প্রস্তুতি সম্পন্ন করতে পারবে।
উদ্ভাস-উন্মেষ-উত্তরণ-এর হেড অব মার্কেটিং জনাব আসাদুজ্জামান এ বিষয়ে বলেন— প্রতিষ্ঠালগ্ন থেকেই উদ্ভাস-উন্মেষ শিক্ষা পরিবার সবসময় শিক্ষার্থী ও অভিভাবকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে এসেছে । দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, তাদের নিজ এলাকাতেই উদ্ভাস-উন্মেষ এর একটি শাখা হোক। সেই চাহিদা পূরণ করতে এবং শিক্ষার প্রকৃত রসদ শিক্ষার্থীদের দ্বারে পৌঁছে দিতে নতুন ১৪টি ব্রাঞ্চ চালু করা হয়েছে। ইনশাআল্লাহ, অন্যান্য ব্রাঞ্চগুলোর মতো এই নতুন ব্রাঞ্চগুলোতেও সমান সেবা নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন- গুণগত শিক্ষার এই বিস্তৃতি শুধু শহর কেন্দ্রিক নয় বরং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্যও সমানভাবে উপকারী হয়ে উঠবে। নতুন শাখাগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা নিজ জেলা বা উপজেলাতে থেকেই শিক্ষা গ্রহণের সুযোগ পাবে, যা দেশের শিক্ষাব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সহায়ক হবে। ইনশাআল্লাহ্ শিক্ষার্থীদের স্বপ্নপূরণে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
বর্তমানে সারাদেশে উদ্ভাস-উন্মেষ এর মোট ১০৪টি ব্রাঞ্চ রয়েছে, যা দেশের সর্ববৃহৎ সহশিক্ষা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। নতুন ব্রাঞ্চগুলোর উদ্বোধনের মাধ্যমে উদ্ভাস-উন্মেষ এর অগ্রযাত্রা আরও বিস্তৃত হলো। নতুন এই ব্রাঞ্চগুলো হলো; ভৈরব (কিশোরগঞ্জ), ঘাটাইল (টাঙ্গাইল), গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), হাজীগঞ্জ (চাঁদপুর), কেরাণীগঞ্জ (ঢাকা), অক্সিজেন মোড় (চট্টগ্রাম), পীরগঞ্জ (রংপুর), মাদারীপুর, বাগেরহাট, ঝালকাঠি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পটিয়া (চট্টগ্রাম) এবং বান্দরবান শাখা।
আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া SSC-25 ফাইনাল মডেল টেস্ট ও HSC-25 মডেল টেস্ট কোর্স দুটিও এই নতুন ব্রাঞ্চগুলো থেকে পরিচালিত হবে। আর এজন্য শিক্ষার্থীরা সরাসরি এ সকল ব্রাঞ্চে গিয়ে অথবা অনলাইনের মাধ্যমে কোর্সটিতে ভর্তি হতে পারবে। ব্রাঞ্চগুলো বিসিএস প্রত্যাশী শিক্ষার্থীদের জন্যও উত্তরণের পরীক্ষা কেন্দ্র হিসেবে কাজ করবে।
প্রসঙ্গত, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অ্যাকাডেমিক এবং ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও বিসিএস প্রার্থীদের জন্য দীর্ঘদিন ধরেই আস্থার এক অনন্য নাম উদ্ভাস-উন্মেষ-উত্তরণ শিক্ষা পরিবার। সর্বশেষ শিক্ষাবর্ষে প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধেই সেরাদের তালিকায় শীর্ষে ছিল এই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এছাড়া প্রতিষ্ঠানটির ঈর্ষণীয় সাফল্য রয়েছে নটর ডেম, হলি ক্রস, সেন্ট যোসেফ কলেজ এডমিশনসহ বিভিন্ন বোর্ড পরীক্ষায়ও।