ইউজিসি মেধাবৃত্তি ২০২৫-এর জন্য মনোনীত খুকৃবির ৬ শিক্ষার্থীরা
- খুকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ PM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ PM
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) বিভিন্ন অনুষদের ৬ শিক্ষার্থী প্রথমবারের মতো ইউজিসি মেধাবৃত্তি ২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদসমূহের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর সর্বোচ্চ সিজিপিএ/নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে এ মনোনয়ন প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশের মাধ্যমে ২২ জন শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। একইভাবে অ্যাগ্রিকালচার অনুষদের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ২৭ জন ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৩ জন, ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ২৪ জন, অ্যাগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড অ্যাগ্রিবিজনেস স্টাডিজ অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ২৫ জন এবং অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন।
এ পরিপ্রেক্ষিতে গত ২০ নভেম্বর ২০২৫ তারিখের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মেধাবী শিক্ষার্থীদের জন্য ইউজিসি মেধাবৃত্তি ২০২৫-এর মনোনয়ন আহ্বান করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। নির্দেশনার আলোকে বিভিন্ন অনুষদের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ/নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ছয়জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।
মনোনীত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন রুমানা ইসলাম কনক, ভেটেরিনারি, অ্যানিম্যাল অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদ (সিজিপিএ: ৩.৯৪৮),মো. মাহবুবুর রহমান স্বাধীন, অ্যাগ্রিকালচার অনুষদ (সিজিপিএ: ৩.৯৩৯), সামিয়া বিনতে জামান, অ্যাগ্রিকালচার অনুষদ (সিজিপিএ: ৩.৯১৩), ফাতেমা জান্নাত রাইনা, ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদ (সিজিপিএ: ৩.৯৫৪), মেহেদী হাসান, অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ (সিজিপিএ: ৩.৯১১), মোস্তাফিজুর রহমান, অ্যাগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড অ্যাগ্রি বিজনেস স্টাডিজ (সিজিপিএ: ৩.৮৫০)।