উদ্ভাস-উন্মেষ-উত্তরণ শিক্ষা পরিবারে চাকরি, পদ ৭১

উদ্ভাস-উন্মেষ-উত্তরণ শিক্ষা পরিবারে লোগো
উদ্ভাস-উন্মেষ-উত্তরণ শিক্ষা পরিবারে লোগো  © ফাইল ছবি

চাকরি প্রত্যাশীদের নতুন বছরে ক্যারিয়ার শুরু হোক উদ্ভাস-উন্মেষ-উত্তরণ শিক্ষা পরিবারের সাথেই, উদ্ভাসিত আলোর মাঝেই হোক স্বপ্ন পূরণের লক্ষ্যে নিরন্তর পথচলা। দুই যুগেরও অধিক সময়ের পথপরিক্রমায় লাখো শিক্ষার্থীর স্বপ্নপূরণের প্লাটফর্ম উদ্ভাস-উন্মেষ-উত্তরণ; সকলের নিকট এক আস্থার নাম। আমরা প্রতিনিয়ত স্বপ্ন বুনি, মানুষকে জড় পদার্থ হিসেবে নয়, চিন্তামনস্ক মানুষ হিসেবে দেখতে। মূল্যবোধসম্পন্ন যোগ্য প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে আমাদের পথচলার সহযোগী হিসেবে নিয়োগ উৎসব ২০২৪-এ আপনিও আমন্ত্রিত।

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় কোচিং প্রতিষ্ঠান উদ্ভাস-উন্মেষ-উত্তরণ শিক্ষা পরিবার। প্রতিষ্ঠানটি ০৬ পদে ৭১ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর নিয়োগ উৎসব ২০২৪-এ অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: উদ্ভাস-উন্মেষ-উত্তরণ শিক্ষা পরিবার;

ক্যাটাগরি A: এক্সিকিউটিভ লেভেল;

পদের নাম— 
*মার্কেটিং; 
*ফ্রন্টডেস্ক; 
*টিচার অ্যান্ড স্টুডেন্ট ম্যানেজমেন্ট;
*অনলাইন প্রোগ্রাম কো-অর্ডিনেটর;

আবেদনের যোগ্যতা—
স্নাতক অধ্যয়নরত/ স্নাতক/ স্নাতকোত্তর সম্পন্ন;

ক্যাটাগরি B: সাপোর্ট স্টাফ লেভেল;

পদের নাম— 
*MLSS (অফিস সহকারী);
*Cooking Staff (বাবুর্চি);

আবেদনের যোগ্যতা—
অক্ষর জ্ঞান সম্পন্ন (বাংলা সাবলীলভাবে লিখতে এবং পড়তে পারলেই চলবে);

পদসংখ্যা: ৭১ টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

কর্মস্থল: ঢাকা;

পরীক্ষার সময়:
*২৭/১২/২০২৪ (শুক্রবার) সকাল ৯:০০ ও দুপুর ২:৩০;
*২৮/১২/২০২৪ (শনিবার)সকাল ৯:০০ ও দুপুর ২:০০;

বি:দ্র: প্রার্থীকে অবশ্যই সৎ ও অধূমপায়ী হতে হবে।

পরীক্ষার ভেন্যু—
মালেক টাওয়ার (১ম লিফট-০৮, নবম তলা),পুলিশ বক্সের বিপরীতে, ফার্মগেট, ঢাকা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন: [01321201320, 01713236899, 01329681810]।


সর্বশেষ সংবাদ