মাত্র ১০ মিনিটেই অন-অ্যারাইভাল ভিসা, নতুন সিস্টেম চালু

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী © সংগৃহীত

বাংলাদেশে আগত বিদেশি নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা পেতে আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। মাত্র ১০ মিনিটের মধ্যেই এই ভিসা প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।  

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এসবি ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল/ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন, পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও অভিযোগ জানানোর জন্য ৯৯৯-এ বিশেষ কার্যক্রম চালুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।  

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নতুন পদ্ধতিতে এখন থেকে মাত্র ১০ মিনিটে বিদেশিরা অন-অ্যারাইভাল ভিসা নিতে পারবেন। এ ক্ষেত্রে ভিসার ফি পরিশোধ করা যাবে কার্ড কিংবা ক্যাশ উভয় পদ্ধতিতে। এই ভিসার মেয়াদ থাকবে ৩০ দিন। তিনি আরও বলেন, আগে অনেকের ক্ষেত্রে এই ভিসা নিতে ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা সময় লেগে যেত। তবে নতুন ডিজিটাল ব্যবস্থায় তা মাত্র ১০ মিনিটেই পাওয়া যাবে।  

উপদেষ্টা জানান, বিদেশি নাগরিকদের সুবিধার্থে ভিসা আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা যাবে। আবেদনকারীরা অনলাইনে নির্দিষ্ট ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য জমা দিলে একটি কোড পাওয়া যাবে। বিমানবন্দরে ওই কোড দেখিয়ে ডলারে পেমেন্ট করলেই ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ভিসা প্রদান করা হবে।  

তিনি আরও বলেন, ভিসার ফি পরিশোধের ক্ষেত্রে সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যে সময় লাগবে, কেবল সেই সময়টাই ব্যয় হবে। পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়াও আরও সহজ করার পরিকল্পনা চলছে। বিশেষ করে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি সহজ করে দ্রুততম সময়ে পাসপোর্ট সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬