সচিবালয়ে প্রবেশের ঘোষণা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের

সচিবালয়ের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান
সচিবালয়ের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান  © টিডিসি ফটো

সচিবালয়ে প্রবেশের ঘোষণা দিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এ ঘোষণা দেন তারা। এর আগে এদিন দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি ঘোষণা করে সচিবালয় ঘেরাও করার লক্ষ্যে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের শিক্ষাভবন মোড়ে আসলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। 

পরে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা এগোতে থাকলে পুলিশ জলকামান থেকে পানি ছোড়ে। এরপর আন্দোলনকারীরা খাদ্য ভবনের সামনে অবস্থান নেন। দুপুর ২টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 

এদিকে সচিবালয়ের নিরাপত্তার জন্য বাড়তি সেনা সদস্য ও পুলিশ মোতায়েন করা হয়েছে। সচিবালয়ে প্রবেশ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া আব্দুল গণি সড়কে (হাইকোর্ট সিগন্যাল থেকে জিরো পয়েন্ট) যানবাহন চলাচল বন্ধ। তবে এখন সচিবালয়ে প্রবেশ করা যাচ্ছে।

জানা যায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিডিআর সদস্যরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের ছয় দফা দাবিগুলো হলো-পিলখানার ভেতরে ও বাইরে ১৮টি বিশেষ আদালত এবং একটি সংক্ষিপ্ত আদালত গঠন করে বরখাস্তকৃত সকল বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল এবং ক্ষতিপূরণ; কারামুক্তি ও মামলা বাতিল; স্বাধীন তদন্ত ও প্রকৃত দোষীদের শাস্তি; পিলখানা হত্যাকাণ্ডে নিহত ৫৭ জন সেনা কর্মকর্তা, ১০ জন বিডিআর সদস্য এবং মোট ৭৪ জনের হত্যাকারীদের ন্যায়বিচার নিশ্চিতকরণ; দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বিডিআরের ঐতিহাসিক নাম পুনর্বহাল; পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে জাতীয় স্মরণ দিবস ঘোষণা করা


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!