বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়িতে এখনো চলে হাতুড়িপেটা

৩২ বাড়ির ধ্বংসস্তূপ থেকে রড বের করতে দেখা যায়
৩২ বাড়ির ধ্বংসস্তূপ থেকে রড বের করতে দেখা যায়  © সংগৃহীত

মোহাম্মদপুর থেকে ভ্যান নিয়ে এসেছেন আরিফ ও জাকির নামের দুই যুবক। দুজনেই প্যান্টের ওপর কোমরে গামছা বেঁধে কংক্রিটের ওপর হাতুড়ি মারছিলেন। ফুটপাতসংলগ্ন পাকা চত্বরের মেঝেতে তাঁরা রডের সন্ধান পেয়েছেন। তার অর্ধেক তুলে ফেলেছেন প্রায়। রড তুলছেন আর বস্তায় ভরছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির ধ্বংসস্তূপে এমন চিত্র দেখা গেছে। যুবকরা বললেন, লোহার পুরান রডের ভালোই দাম পাওয়া যায়। তাই তাঁরা থেকে এসেছেন।

ধানমন্ডির ৩২ নম্বরে দেখা গেছে রড সংগ্রহকারীদের তৎপরতা। মূল ভবনটির সামনের অংশের ধ্বংসস্তূপের ওপর ২-৩ জন করে গোল হয়ে বসে হাতুড়ি চালাচ্ছিলেন। এক দেড় হাত করে রড বের হলেই তা হেক্সো ব্লেড দিয়ে কেটে নিচ্ছিলেন তাঁরা।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত সংগঠনগুলোর বিভিন্ন নেতা-কর্মী গত বুধবার ৩২ নম্বরে প্রতিবাদ কর্মসূচির ডাক দেন। কেউ কেউ বুলডোজার দিয়ে ‘৩২ নম্বর’ হিসেবে পরিচিত শেখ মুজিবের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ারও ইঙ্গিত দেন। একপর্যায়ে সমবেত ছাত্রসহ একদল ক্ষুব্ধ মানুষ সেখানে থাকা তিনটি ভবনে ভাঙচুর শুরু করেন ও আগুন ধরিয়ে দেন। বুধবার সারা রাতের পর বৃহস্পতিবার দিনের কিছু সময় পর্যন্ত সেখানে এক্সকাভেটর দিয়ে বড় আকারে ভাঙা চলে। এর মধ্যেই বাড়িটি প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়।

আজও ৩২ নম্বরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কৌতূহলী মানুষ এসে ভিড় করেন। রবিউল নামের এক মধ্যবয়সী ব্যক্তি বলেন, তিনি উত্তরা থেকে নিউমার্কেটে যাচ্ছিলেন। পথে ৩২ নম্বর বাসস্ট্যান্ড নেমে বাড়িটি দেখতে এসেছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে তিনি চলে যান। দিনভর নানা বয়স ও শ্রেণির আরও মানুষকে সেখানে বিক্ষিপ্তভাবে আসতে দেখা যায়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence