ডিবিতে জিজ্ঞাসাবাদ চলছে শাওন-সাবার, গ্রেপ্তারের বিষয়ে হয়নি সিদ্ধান্ত

অভিনেত্রী শাওন ও সাবা
অভিনেত্রী শাওন ও সাবা  © সংগৃহীত

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে আটক করা হয়েছে। আটকের পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি হেফাজতে) তাদের  বিভিন্ন বিষয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক এ সব তথ্য জানান।

রেজাউল করিম বলেন, তাদের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। দুই অভিনেত্রীকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত এই দুই অভিনেত্রীর বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত নিবে না পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী শাওন ও মধ্যরাতে একই এলাকা থেকে আলো আসবে গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী সোহানা সাবাকে
আটক করা হয়। 


সর্বশেষ সংবাদ