এবার আওয়ামী লীগ নেতা নাসিমের বাড়িতে অগ্নিসংযোগ

আওয়ামী লীগ নেতা নাসিমের বাড়ি
আওয়ামী লীগ নেতা নাসিমের বাড়ি  © সংগৃহীত

ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ফেনীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে উত্তেজিত ছাত্র-জনতা। পরে ফেনী জেলা আওয়ামী লীগ অফিসও ভাঙচুর করে। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শত শত উত্তেজিত জনতা ফেনীর বিমানবন্দর সড়কে অবস্থিত আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়ি গিয়ে সেখানে বাড়ির সীমানা প্রাচীর ও দেয়াল ভাঙচুর করে। পরে বাড়িতে অগ্নিসংযোগ করে।

আরো পড়ুন: সহজেই হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ফেনী শহরের বাড়ি এটি। বিগত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর দিন বাড়িটিতে উত্তেজিত জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই সময় বাড়ির সব আসবাবপত্র ও দরজা জানালা জনতা ভাঙচুর করে। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলেন, আলাউদ্দিন নাসিম ছিল আওয়ামী সন্ত্রাসের হোতা। আওয়ামী লীগের লোকজন তাকে অভিভাবক মানতো। সব অপরাধের কলকাঠি নাড়তেন তিনি।

আরো পড়ুন: এবার আটক ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ও অভিনেত্রী সোহানা সাবা

পরে ফেনী শহরের স্টেশন রোডস্থ ফেনী জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে উত্তেজিত জনতা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence