শেখ হাসিনার লাইভের ঘোষণার পর উধাও ছাত্রলীগের ফেসবুক পেজ

ছাত্রলীগের দেওয়া পোস্ট
ছাত্রলীগের দেওয়া পোস্ট  © টিডিসি ফটো

বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) লাইভে প্রকাশ্যে কথা বলাবেন ভারতে থাকা দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে এমনটাই জানানো হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে।

পোস্ট দেওয়ার পর মঙ্গলবার মধ্যরাত থেকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজটি। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১ পর্যন্ত ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে নিশ্চিত হওয়া মূল পেজটির ইউআরএল দিয়ে চেষ্টা করেও সেটি পাওয়া যায় নি।

তবে পেজটি রিপোর্ট করে বন্ধ করে দেওয়া হয়েছে নাকি সংগঠনটি নিজেরাই আনপাবলিশ করে রেখেছে সেটি নিশ্চিত হওয়া যায় নি।

আরও পড়ুন: রাস্তার মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও প্রদর্শন করবে বৈষম্যবিরোধীরা

এর আগে ছাত্রলীগের পেজে দেওয়া পোস্টে বলা হয়, ‘আগামীকাল ৫ ফেব্রুয়ারি, রাত ৯টায় বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা। বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এটি প্রচারিত হবে।’

এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ বিষয়টি নিয়ে ফেসবুকে লেখেন, ‘হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।’

প্রসঙ্গত, গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা। সেখান থেকে বিভিন্ন জায়গার দলীয় নেতাদের সঙ্গে তিনি ভার্চুয়াল যোগাযোগ রাখছেন বলে জানা যায়।


সর্বশেষ সংবাদ