গ্যাস নিয়ে সুসংবাদ দিল পেট্রোবাংলা

গ্যাস ক্ষেত্র
গ্যাস ক্ষেত্র  © সংগৃহীত

ফেব্রুয়ারিতেই উৎপাদনে যোগ হচ্ছে সিলেট-১০ নম্বর কূপ। এখান থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের আশা করা হচ্ছে। প্রতিনিয়ত গ্যাসের উৎপাদন কমতে থাকার সময়ে একে দারুণ সংবাদ হিসেবে দেখছে পেট্রোবাংলা।

সিলেটের জৈন্তাপুর এলাকায় অবস্থিত ওই কূপটির খননকাজ ২০২৩ সালের নভেম্বরে শেষ হয়। পাইপলাইন না থাকায় গ্যাস উৎপাদন করা সম্ভব হচ্ছে না। কূপটি থেকে হরিপুর পর্যন্ত ছয় ইঞ্চি ব্যাসের পাইপলাইন বসানোর প্রকল্প নেওয়া হয়। 

গত ডিসেম্বরের মধ্যেই পাইপলাইন নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সওজের (সড়ক ও জনপথ বিভাগ) রোড কাটার অনুমতি না পাওয়ায় পিছিয়ে যায় কাজটি।

পাইপলাইনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসেই কমিশনিং করা সম্ভব হবে বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান।

তিনি বলেছেন, রিভার ক্রসিংসহ অবশিষ্ট পাইপলাইনের কাজ দ্রুত এগিয়ে চলছে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে গ্যাস সরবরাহ করার লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রতিনিয়ত কাজের মনিটরিং করা হচ্ছে।

সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রেজাউল ইসলাম বলেন, সওজের অনুমোদন না পাওয়ায় কাজটি বিলম্বিত হয়েছে। এখনো লিখিত অনুমোদন পাওয়া যায়নি। মৌখিক নির্দেশনার আলোকে কাজ চলমান রয়েছে। দুটি রিভার ক্রসিংয়ের মধ্যে একটি শেষ হয়েছে, আরেকটির কাজ চলমান রয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence