মহাসড়কে টমেটো ফেলে চাষিদের বিক্ষোভ

২৯ জানুয়ারি ২০২৫, ০৪:১২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
চাষিদের বিক্ষোভ

চাষিদের বিক্ষোভ © সংগৃহীত

নাটোরে মহাসড়কে টমেটো ফেলে বিক্ষোভ করেছেন তিন জেলার চাষিরা। টমেটো ও আমের পাল্পের ওপর বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারের দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়কে বিক্ষোভ করেছেন তারা। বিক্ষোভে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের চাষিরা অংশ নেন। আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নাটোর স্টেশন সড়কে রাজশাহী-ঢাকা মহাসড়কের নাটোর স্টেশন বাইপাস অবরোধ করেন।

এ সময় চাষিদের বিক্ষোভে রাজশাহী-ঢাকা রুটের মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ শেষ হলে ফের এই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি সরকার টমেটো, আমসহ বিভিন্ন ফলের পাল্পের ওপর নতুন করে ৫ শতাংশ থেকে ১৫ শতাংশে ভ্যাট আরোপ করেছে। এর ফলে প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসমূহ হঠাৎ করে চাষিদের কাছ থেকে টমেটো সংগ্রহ বন্ধ করে দিয়েছে। ফলে ভরা মৌসুমে চাষিরা টমেটো বিক্রি করতে পারছেন না এবং টমেটো ক্ষেতেই নষ্ট হচ্ছে। তাই টমেটো ও আমের পাল্পের ওপর বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারের দাবিতে সম্মিলিতভাবে সড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছে নাটোর ও রাজশাহী অঞ্চলের টমেটো ও আমচাষিরা। 

অন্যদিকে, রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি টমেটো চাষ হয় জেলার গোদাগাড়ী উপজেলায়। কৃষি সম্প্রসারণ অধিদফতরের সূত্রে জানা গেছে, এ বছর রাজশাহীতে মোট ৩ হাজার ৬৬০ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৬ হাজার ২৫০ মেট্রিক টন। এছাড়া নাটোর জেলায় টমেটোর চাষাবাদ হয়েছে শিক্ষক ১৭৬ হেক্টর জমিতে। এর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজাট ৮৭২ মেট্রিক টন।

গোদাগাড়ীর এক টমেটো চাষি বলেন, ‘এ সিদ্ধান্তের ফলে দেশের প্রান্তিক কৃষক, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জীবন মানে প্রভাব পড়বে। এতে তাদের জন্য ক্ষতিকর হবে। তাই দ্রুত এ খাতের বাড়তি কর প্রত্যাহারের দাবি জানান তারা। শুধু তাই নয়, ভ্যাট ট্যাক্স বৃদ্ধির ফলে অনেক কৃষকের টমেটো খেতে নষ্ট হচ্ছে।’ 

নাটোরের ব্যবসায়ীরা বলেন, ‘করোনার ধাক্কা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চলমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ভ্যাট বৃদ্ধির এ উদ্যোগ মোটেও যুক্তিসঙ্গত নয়। এর ফলে ভোক্তা চাহিদা কমে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে এ খাতের ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি এবং ডলার বাজারে অস্থিরতার কারণে কৃষি প্রক্রিয়াজাত খাত ইতিমধ্যেই চাপে আছে। ভ্যাট বৃদ্ধি অব্যাহত থাকলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য খাদ্যপণ্য কেনা আরও কঠিন হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে কারখানাগুলো বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।’

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবদুল ওয়াদুদ বলেন, ‘সড়কে টমেটো ফেলে বিক্ষোভের বিষয়টা আমার জানা নেই। তবে আমরা সাধারণত কৃষকদের ভালো জাত এবং টমেটো চাষের জন্য পরামর্শ দিয়ে থাকি। আমাদের প্রত্যাশা কৃষকরা ভালো দাম পাক।’

ট্যাগ: কৃষক
ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে ব্রকোলিসহ ৩ সবজি
  • ১১ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার নৌকার মাঝি এখন ভিপি নুরদের ট্রাকে
  • ১১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৮৬, আবেদন এইচএসসি-এস…
  • ১১ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে অবস্থান কর্মসূচি
  • ১১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবি ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
  • ১১ জানুয়ারি ২০২৬
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেফতার ৩৯
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9