রমজান মাস উপলক্ষ্যে ৩০ টাকায় মিলবে ওএমএসের চাল

প্রতি কেজি ৩০ টাকা দরে চাল পাবে নিম্ন আয়ের মানুষ
প্রতি কেজি ৩০ টাকা দরে চাল পাবে নিম্ন আয়ের মানুষ  © সংগৃহীত

রমজান মাস উপলক্ষ্যে ৪২৪টি উপজেলায় নিম্ন আয়ের মানুষের জন্য ৩০ টাকা  কেজি দরে  চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ফেব্রুয়ারি মাস থেকে সারা দেশে এ কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের ৬১টি জেলার ৪০১টি উপজেলা এবং ৩টি পার্বত্য জেলার ২৩টি উপজেলাসহ মোট ৪২৪টি উপজেলায় প্রতিদিন ওএমএসের চাল বিক্রি করা হবে। সাধারণ উপজেলাগুলোর জন্য দৈনিক তিন টন এবং পার্বত্য এলাকার জন্য এক টন চাল বরাদ্দ থাকবে। সারা দেশে মোট ৮৪৮টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। ওএমএস কর্মসূচির আওতায় জনপ্রতি পাঁচ কেজি চাল কিনতে পারবেন, যা ৩০ টাকা কেজি দরে সরবরাহ করা হবে।

এ ছাড়া ঢাকার মহানগর, জেলা সদর পৌরসভা, আটটি সিটি করপোরেশন এবং শ্রমঘন এলাকার জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলার ৯০৬টি কেন্দ্রে প্রতিদিন এক টন করে চাল বিক্রি করা হবে। সচিবালয় কেন্দ্রের জন্য দৈনিক দুই টন চাল বরাদ্দ থাকবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence