সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহতের ঘটনায় বিজিবির প্রতিবাদ

আহত হাবিল
আহত হাবিল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে হাবিল নামে একজন আহত হয়েছেন। এই ঘটনায় দুই দেশের সীমন্তরক্ষী বাহিনীর কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

আহত হাবিল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি নামোপাড়া গ্রামের বেলালের ছেলে। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বিজিবির সূত্র থেকে জানা যায়, শনিবার আনুমানিক ভোররাত সাড়ে ৩টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীন তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ঘন কুয়াশার সুযোগ নিয়ে সাত থেকে আটজন বাংলাদেশি চিহ্নিত চোরাকারবারি চোরাচালানের উদ্দেশে ভারতীয় সীমান্ত অতিক্রম করলে বিএসএফ টহলদল কর্তৃক তাদেরকে লক্ষ্য করে দুই থেকে তিন রাউন্ড ফায়ার করে। এই ফায়ারের শব্দ শুনে তাৎক্ষণিক বিজিবি টহল দল ঘটনাস্থলে গমন করলে বাংলাদেশি চোরাকারবারিরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরবর্তীতে বিজিবি জানতে পারে মো. হাবিল নামে একজন বিএসএফের গুলিতে আহত হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, এই সময় তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ পাঁচ কি. মি. সীমান্ত এলাকায় বাংলাদেশি কোনো কৃষক অবস্থান করছিলেন না এবং তেলকুপি বিওপি কমান্ডারের নেতৃত্বে দুটি টহল দল সেখানে টহলরত অবস্থায় ছিল।

আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আব্দুস সামাদ বলেন, শনিবার সকাল ৭টার দিকে বিএসএফের গুলিতে আহত হয়ে হাবিল নামে একজন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন এবং তার পিঠের ডান দিকে গুলি লেগেছিল। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তার নিশ্বাস নিতে কষ্ট হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শনিবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সাত থেকে আটজন চোরাকারবারি সীমান্ত পিলার-১৮০ দিয়ে ভারতে প্রবেশ করে। এই সময় বিএসএফ দুই থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে হাবিল নামে একজন চিহ্নিত চোরাকারবারি আহত হয়। এ ছাড়া এই ঘটনায় বেলা সাড়ে ১২টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং এ ব্যাপারে বিএসএফকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ