জুলাই আন্দোলনে আহতদের চাকরি: এখন পর্যন্ত আবেদন ৫ শতাধিক

২৪ জানুয়ারি ২০২৫, ১০:৩২ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর গণভবনে ছাত্র-জনতা

৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর গণভবনে ছাত্র-জনতা © সংগৃহীত

ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। সোমবার (২০ জানুয়ারি) থেকে জমা নেওয়া হচ্ছে জীবন বৃত্তান্ত। এখন পর্যন্ত ৫ শতাধিক আবেদন জমা পড়েছে। রবিবার (২৬ জানুয়ারি) আবেদনের সময়সীমা শেষ হবে।

আহতদের পুনর্বাসন ও আবেদন কোন প্রক্রিয়ায় যাচাই-বাছাই করা হবে জানতে চাইলে সেলের প্রধান হাসান ইনাম বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে প্রায় সাড়ে ৫০০ সিভি জমা পড়েছে। আমরা সার্বিক চিত্রটা দেখতে চাই কী পরিমাণ মানুষ চাকরিতে আগ্রহী এবং কী পরিমাণ মানুষের জন্য পুনর্বাসন দরকার। আমরা সিভি গুলো শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আলাদা করে রাখছি। আবেদন প্রক্রিয়া শেষে আমরা সিভিগুলো আমাদের তিনজন ছাত্র উপদেষ্টার কাছে পাঠাব। 

বিশেষ সেলের সদস্য সচিব ইয়াসিন মিয়া বলেন, আমরা মূলত শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটা ক্যাটাগরি করার চেষ্টা করছি। আমরা ৭ দিনের একটা ক্যাম্পেইন করব। ফেব্রুয়ারি থেকেই শুর হবে নিয়োগ প্রক্রিয়া। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই যাচাই-বাছাই শেষে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

এর আগে, সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, '২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, সেই নির্ভীক বীরদের পুনর্বাসনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি, বেসরকারিসহ বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে আহতদের চাকরি নিশ্চিত করার জন্য ‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’ উদ্যোগ নিয়েছে। উদ্যোগের অংশ হিসেবে সংশ্লিষ্ট আহতদের সিভি আহ্বান করা হচ্ছে।'

বুটেক্স ছাত্রী ছিলেন ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদোন্নতির দাবিতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের কর্মকর্তাদের মান…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সিনারকে হারিয়ে ফাইনালে জোকোভিচ
  • ৩১ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন সুইডেনে, আবেদন শেষ ২ ফে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২০ মিনিট পরেও ভর্তি পরীক্ষায় বসেছে শিক্ষার্থী, আগের দিন সুয…
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের জনসভায় মোবাইল চুরি প্রায় ১০০, থানায় জিডি ৭০ জ…
  • ৩১ জানুয়ারি ২০২৬