রাজশাহী নার্সিং কলেজের প্রশাসনিক ভবনে তালা, অধ্যক্ষের অপসারণ দাবি

অধ্যক্ষের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে নার্সিং শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি
অধ্যক্ষের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে নার্সিং শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি  © সংগৃহীত

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষের অপসারণের দাবি জানানো হয়েছে। অধ্যক্ষের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে নার্সিং শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টা থেকে প্রশাসন ভবনে তালা মেরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকেল সোয়া ৪টা পর্যন্ত বিক্ষোভ করেন তারা।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কলেজের দুনীর্তিগ্রস্ত আওয়ামীলীগপন্থি অধ্যক্ষ ফজলুর রহমান বিভিন্ন অনৈতিক ও দুনীর্তিমূলক কার্যকলাপের যুক্ত থাকায় কলেজের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। তিনি হোস্টেলে পরিদর্শনের নামে বিনা অনুমতিতেই যখন-তখন মেয়েদের কক্ষে প্রবেশ করেন। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্নভাবে বিদ্বেষমূলক আচরণ করেন। অন্যায়ের প্রতিবাদ করলে শিক্ষার্থীদের ফলাফল নিয়ে হুমকি দেওয়া হয় এবং বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখানো হয়। এ সময় নার্সিং শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের অপসারণ দাবি করেন এবং কলেজের সুষ্ঠ পরিবেশ চান।

কলেজ অধ্যক্ষের অপসারণ দাবিতে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচি কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে রাজশাহী নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জহিরুল ইসলাম, আব্দুল্লাহ আল কাফি, চতুর্থ বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান ও মিজানুর রহমানসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

পরে ড্যাবের সাবেক জেলা সভাপতি ডা. ওয়াসিম আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তিনি নার্সিং কলেজ শিক্ষার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিকেল সোয়া ৪টার দিকে তারা কলেজের মূল ফটকের তালা খুলে দেন। তালা খুললে অবরুদ্ধ কর্মচারী ও শিক্ষকরা নার্সিং কলেজ থেকে বের হন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence