শিয়ালের কামড়ে আহত জহুরুল ইসলাম ও মাহিদুল ইসলাম © সংগৃহীত
দিনাজপুরের হিলিতে শিয়ালের কামড়ে জহুরুল ইসলাম (৩৬) ও তার ছোট ভাই মাহিদুল ইসলাম (২৬) আহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) বৈগ্রাম গ্রামে এই ঘটনা ঘটে।
জহুরুল ও মাহিদুল বৈগ্রাম গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বেয়ালদাড় ইউপি সদস্য বকুল হোসেন।
ইউপি সদস্য জানান, জহুরুল দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে আলু ও সরিষার জমি দেখার জন্য মাঠে যান। এমন সময় দুটি শিয়াল তার দিকে ছুটে আসে। জহুরুল নিজেকে রক্ষা করতে হাতের কাছে পাওয়া একটি আধলা ইট ছুড়ে মারেন। এতে শিয়ালরা আরো ক্ষিপ্ত হয় এবং তাৎক্ষণিক আরো কিছু শিয়াল তাকে আক্রমণ করে।
তিনি আরও জানান, জহুরুল ও শিয়ালের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় জহুরুলের মুখ ও বুকে আঁচড় লাগে। তার চিৎকার শুনে পাশে থাকা মাহিদুল ছুটে গেলে তাকেও কামড় দেয় শিয়াল।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কামরুন্নাহার আজাদী রিয়া বলেন, শনিবার দুপুরে শিয়ালের কামড়ে আহত দুই ভাই হাসপাতালে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।