সাড়ে ৪ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১১:০৯ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
চার ঘণ্টা পর সারা দেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে লাইনচ্যুত হওয়া ট্রেনটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, রাজশাহী থেকে সকাল ৬ টা ২০ মিনিটে দিনাজপুরের চিলাহাটির উদ্দেশে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। এরপর জেলার পুঠিয়া উপজেলাধীন বেলপুকুরিয়ায় ৬ টা ৪৩ মিনিটে হঠাৎ ট্রেনের (জ-বগি) লাইনচ্যুত হয়।