নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া  © সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি এখন নিজে থেকে সামান্য হাঁটতেও পারছেন। রবিবার (১২ জানুয়ারি) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএন‌পির স্থায়ী কমিটির সদস্য ডা. জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন। 

তিনি আরও বলেন, 'অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি খালেদা জিয়াকে দেখে গেছেন। এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই  তার চিকিৎসা চলছে। তাকে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে। আগের দিনের চেয়ে তার অবস্থা স্ট্যাবল (স্থিতিশীল)। তিনি একা একা হাঁটতেও পারছেন।'

সোমবার (১৩ জানুয়ারি) বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিশেষ কিছু পরীক্ষা করানো হতে পারে বলেও জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরের দিন  ৮ জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে পৌঁছান। ওই দিনই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিকে’ নেওয়া হয়। এরপর থেকে প্রতিদিনই খালেদা জিয়ার ‘রুটিন স্বাস্থ্য পরীক্ষা’ চলছে।  


সর্বশেষ সংবাদ