স্থানীয় বাজার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ  © সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে স্থানীয় বাজার নিজেদের দখলে নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষই হাতবোমা বিস্ফোরণ ঘটায়।

স্থানীয়রা জানায়, নতুন টরকী বাজার নিজেদের দখলে নেওয়ার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদল নেতা সাকিব ইসলাম নয়ন ও মিলন বেপারীর নেতৃত্বে একাধিক লোকজন বাজারে প্রবেশ করে। এ সময় কয়েকটি হাতবোমা বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে রমজানপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. স্বপন মোল্লা, বিএনপি নেতা রিপন খানসহ উপস্থিত জনতা হামলাকারীদের প্রতিহত করতে আসলে সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় মিলন বেপারী ও জুয়েল বেপারীকে পার্শ্ববর্তী উপজেলা গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence