বাংলাদেশের ভেতরে কাঁটাতারের বেড়া, বিজিবি-বিএসএফ উত্তেজনা

০৮ জানুয়ারি ২০২৫, ০৮:২০ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন বিএসএফ ও বিজিবির সদস্যরা।

সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন বিএসএফ ও বিজিবির সদস্যরা। © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে চলছে উত্তেজনা। এর মধ‍্যেই সোম ও মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে বিজিবি-বিএসএফের দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তারা। উভয় বাহিনী সীমান্তে বতর্মানে সতর্ক অবস্থানে রয়েছে।

জানা গেছে, আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৭/১এস ও ২এস এলাকায় পাঁচ-ছয় মাস আগে বিগত আওয়ামী লীগ আমলে সীমান্তের নোম‍্যান্স ল‍্যান্ড থেকে ৫০ গজ এগিয়ে বাংলাদেশের অভ‍্যন্তরে (আন্তর্জাতিক শূন্যরেখার ১০০ গজের মধ্যে) কাঁচা রাস্তা নির্মাণ করে ভারত। সেই রাস্তায় কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবি বাধা দেওয়ায় দু’পক্ষে উত্তেজনা তৈরি হয়।  

বিজিবির সূত্রে জানা যায়, উক্ত ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) আনুমানিক বেলা ১১টার দিকে বিএসএফ কর্তৃক কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য আবারও মাটি খনন কাজ শুরু করে। এ ব্যাপারে বিজিবি কর্তৃক তাৎক্ষণিক বাধা প্রদান করলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণকাজ শুরু করে এবং অতিরিক্ত জনবল নিয়োগ করে। পরবর্তীতে ৫৯ বিজিবির অধিনায়ক এবং রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং বিজিবি কর্তৃক তাৎক্ষণিক বিএসএফের স্টাফ অফিসারের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক-পরবর্তী বিএসএফ তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং নির্মাণকাজ বন্ধ রাখে।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহা. রুহুল আমিন বলেন, বিনোদপুর এলাকার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নাই। তাই কাঁটাতারের বেড়া নির্মাণ করছিলেন বিএসএফের সদস্যরা। কিন্তু নিয়ম অনুযায়ী নিজেদের সীমানার ১৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া দেওয়ার নিয়ম থাকলেও বিএসএফ মাত্র ২০ গজ ভেতরে তারের বেড়া দেওয়ার চেষ্টা করছিল। তখন বিজিবি বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা চলছে। এই এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়ন করা হয়েছে। বিজিবির সঙ্গে উৎসুক জনতাও অবস্থান করছে।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভারতে মালদহ জেলার গোপালগঞ্জ থানার শুব্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্তঘেঁষা রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শুরু করেন। এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। ফলে সোমবার বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। মঙ্গলবার আবার বিএসএফের পক্ষ থেকে ওই অবৈধ রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি আজও (মঙ্গলবার) বাধা দেয় এবং আবারও পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক-পরবর্তী বিএসএফ কর্তৃক তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং নির্মাণকাজ বন্ধ রাখে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

টেকনাফের দুটি প্রধান সীমান্ত বাণিজ্যকেন্দ্র বন্ধ, রাজস্ব হা…
  • ১২ জানুয়ারি ২০২৬
ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
হুমকি-ধমকি মামলায় অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন
  • ১২ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা-পাকিস্তান নয়, বাংলাদেশের জন্য যে দু’টি বিকল্প জায়…
  • ১২ জানুয়ারি ২০২৬
হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালক নিহত
  • ১২ জানুয়ারি ২০২৬
দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন বিশেষ সুবিধার সরকারি ডিজিটাল …
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9