মাস্ক পরে গোপনে কেক কাটতে গিয়ে পুলিশের হাতে ধরা ছাত্রলীগ নেতা

০৭ জানুয়ারি ২০২৫, ০৭:৫২ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
ছাত্রলীগ নেতা শাহীন আহমদ

ছাত্রলীগ নেতা শাহীন আহমদ © সংগৃহীত

মাস্ক পরে গোপনে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছিলেন ছাত্রলীগ নেতা শাহীন আহমদ। তবে সেই আয়োজন বেশি দূর এগোতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পালানোর চেষ্টা করলেও পুলিশের হাতে ধরা পড়েন এই নেতা।  

সোমবার (০৬ জানুয়ারি) রাতে আটক হওয়া শাহীন আহমদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের চামুরাকান্দি গ্রামের আসাদ আলীর ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট মাসজুড়ে শাহীন এলাকায় দাপট দেখান এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। আন্দোলনের সময় একাধিকবার শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, "আটক শাহীনের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"  

শাহীনের এমন কার্যক্রমে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঢাবি-রাবি-চবিকে ছাড়িয়ে কুবিতে ভর্তি পরীক্ষায় আসনপ্রতি প্রতি…
  • ৩০ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে এআই ব্যবহারে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে যুক্ত…
  • ৩০ জানুয়ারি ২০২৬
জানা গেল কুবির প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু সংখ্যা
  • ৩০ জানুয়ারি ২০২৬
আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারধর, বিএনপি কর্মী আটক
  • ৩০ জানুয়ারি ২০২৬
মৃত্যু নিয়ে লাইভ: যুবদল নেতার বহিষ্কার নিয়ে যা জানা গেল
  • ৩০ জানুয়ারি ২০২৬