রাতে অজ্ঞাত স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

০৫ জানুয়ারি ২০২৫, ১২:২৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন © টিডিসি ফটো

বরগুনায় মধ্যরাতে অজ্ঞাত স্থানে নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগ ও বেতাগী উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যার পর ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার একটি ভিডিও আপলোড করেছেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান।

এর আগে বাংলাদেশ ছাত্রলীগের পেজ থেকে বেতাগী উপজেলা ছাত্রলীগের কেক কাটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি হাতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের একটি পোস্ট দেওয়া হয়। এ ছাড়া এ নিয়ে ঝাঁপসা একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ভিডিওতে কারও মুখ দেখা না গেলেও জয় বাংলা ও ছাত্রলীগের স্লোগান শোনা গেছে।

শনিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান তার নিজ ফেসবুক ওয়ালে একটি ভিডিও পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনা জেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে সবাইকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে আহ্বান জানান তিনি।

গত ৫ আগস্টের পর থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অজ্ঞাত স্থান থেকে নিজেদের ফেসবুক ওয়ালে বিভিন্ন ধরনের লেখা ও ভিডিও পোস্ট দিয়ে আসছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

ঢাবি-রাবি-চবিকে ছাড়িয়ে কুবিতে ভর্তি পরীক্ষায় আসনপ্রতি প্রতি…
  • ৩০ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে এআই ব্যবহারে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে যুক্ত…
  • ৩০ জানুয়ারি ২০২৬
জানা গেল কুবির প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু সংখ্যা
  • ৩০ জানুয়ারি ২০২৬
আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারধর, বিএনপি কর্মী আটক
  • ৩০ জানুয়ারি ২০২৬
মৃত্যু নিয়ে লাইভ: যুবদল নেতার বহিষ্কার নিয়ে যা জানা গেল
  • ৩০ জানুয়ারি ২০২৬