নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে ফিরে পেতে দোয়া মাহফিল

ইলিয়াস আলীকে ফিরে পেতে দোয়া ও মিলাদ মাহফিল করেছে সিলেট জেলা ওলামা দল।
ইলিয়াস আলীকে ফিরে পেতে দোয়া ও মিলাদ মাহফিল করেছে সিলেট জেলা ওলামা দল।  © সংগৃহীত

বিএনপির ‘নিখোঁজ’ সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পেতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওলামা দলের সিলেট জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেছে। 

 শুক্রবার (৩ জানুয়ারি) হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা ওলামা দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাওলানা রমিজ উদ্দিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

মিলাদ মাহফিলের শুভেচ্ছা বক্তব্যে সিলেট জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. নুরুল হক বলেন, 'পতিত স্বৈরাচার শেখ হাসিনার গুম নামক কারাগার থেকে অসংখ্য মানুষ ফিরে এসেছে। আমরা আশা করছি, আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীও ফিরে আসবেন।'

তিনি ছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী শিক্ষক জোট সিলেটের সমন্বয়ক ও মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক মো. ফরিদ আহমদ, জেলা কৃষক দলের নেতা জহিরুল ইসলাম, জেলা ওলামা দলের সদস্যসচিব এম এম কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এইচ এম নুরুল আমিন ও সদস্য মো. মোশাহিদ আলী প্রমুখ। 

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। বিএনপির অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকারের লোকজন তাকে গুম করেছে। ওই সময় ইলিয়াস আলীর সন্ধান দাবিতে টানা এক সপ্তাহ হরতাল পালিত হয় সিলেটের বিশ্বনাথ উপজেলায়। হরতালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল ও যুবদলের তিন কর্মী নিহত হয়েছিলেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence