রাতের আঁধারে জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লিখলো আওয়ামী কর্মীরা

২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM

© সংগৃহীত

নাটোরের নবাব সিরাজ উদ দ্দৌলা সরকারি কলেজের দেয়ালে জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর সদ্য জাতীয় স্লোগান থেকে বাদ দেওয়া ‘জয় বাংলা’ স্লোগান লিখে রেখেছে যায় আওয়ামী লীগের কর্মীরা। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে দেয়ালের গ্রাফিতিগুলোর ওপর এ চিত্র দেখা যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা।

নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান। এ স্লোগান আমরা হৃদয়ে ধারণ করি, কোনো অপশক্তি আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরাতে পারবে না। সারা দেশে আমরা জয় বাংলা স্লোগান লিখনি কর্মসূচি পালন করছি।’

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী পিয়াস বলেন, ‘রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করে দিয়েছে। গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে। জয় বাংলা স্লোগান হাইকোর্ট থেকে জাতীয় স্লোগান নয় বলে জানিয়ে দিয়েছে। আওয়ামী লীগ তাদের স্লোগান দেবে দিক। এটা আমাদের বিষয় নয়। তারা কেন আমাদের গ্রাফিতি নষ্ট করল।’

তবে বুধবার দুপুরেই গ্রাফিতির ওপর জয় বাংলা লেখা গুলো মুছে দিয়েছে নবাব সিরাজ-উদ- দ্দৌলা কলেজ ছাত্রদল। নবাব সিরাজ-উদ-দ্দৌলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস এম জুবায়ের হোসেন বলেন, ‘স্বৈরাচারী হাসিনার দোসরারা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন পাঁয়তারা করছে। যার ফলশ্রুতিতে রাতের আধারে তারা নাটোর শহরের বিভিন্ন দেয়ালে এসব উসকানিমূলক লেখা ও স্লোগান লিখছে। আমরা বলতে চাই কোনো অপশক্তি বাংলাদেশে আর মাথা চাড়া দিতে পারবে না। নাটোরে জেলা ছাত্রদল এসব অপশক্তিকে রুখে দিবে।’

৯ম পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপনের দাবিতে নোবিপ্রবিতে বিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
অসংক্রামক রোগ প্রতিরোধে নজরুল কলেজে রেড ক্রিসেন্টের র‍্যালি
  • ২৯ জানুয়ারি ২০২৬
আয়কর রিটার্নের সময় বাড়ল ১৫ দিন
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে পড়ুন সূর্যোদয়ের দেশ জাপানে, আবেদন স্নাতকোত্তর-প…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জানুয়ারি ২০২৬
আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব: এমপি প্রা…
  • ২৯ জানুয়ারি ২০২৬