ভারতীয় আগ্রাসন ও শিক্ষার্থীদের গুপ্তহত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন 

১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলা

মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলা © টিডিসি ছবি

ভারতীয় আগ্রাসন ও বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারীদের গুপ্তহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ফেনীর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। 

এ সময় ‘জ্বালোরো জ্বালো, আগুন জ্বালো’, ‘দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, সন্ত্রাসীরা ছাত্র মারে, প্রশাসন কি করে', ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই’, ‘ ধিক ধিক ধিক্কার, নরেন্দ্র মোদি ধিক্কার’, ধিক ধিক ধিক্কার, প্রশাসন ধিক্কারসহ নানা স্লোগান দেন।

সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত ও ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহানসহ মোট তিনজন। তাদের গুপ্তহত্যা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত মানবন্ধনে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা সক্রিয় ছিল এবং সামনের সারি থেকে আন্দোলনে অংশগ্রহণে করেছে তাদেরকে গুপ্তহত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি করছি। 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সমন্বয়ক আব্দুল কাইয়ুম সোহাগ বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা আমাদের গুপ্তহত্যার পরিকল্পনা করছে। যারা জুলাই বিপ্লবে সামনের সারিতে থেকে আন্দোলন করেছে, তাদের হত্যা করেছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ভারতীয় আগ্রাসন এ দেশে আর কখনোই কায়েম হতে দেওয়া হবে না। একই সঙ্গে, আমার ভাইদের হত্যার সঙ্গে জড়িত সকল খুনিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

প্ল্যাটফর্মটির অন্যতম সমন্বয়ক ওমর ফারুক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রতিনিধি যারা সামনের সারি থেকে আন্দোলন করেছে তাদের গুপ্তহত্যা চালানো হচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 
তিনি আরও বলেন, পুলিশের যে অফিসারদের নির্দেশে আমাদের ভাইদের গণহত্যা চালানো হয়েছে, তারা এখনো স্বপদে বহাল আছে। আমরা এই পুলিশ বাহিনীর সংস্কার চাই। এখনও এনএসআই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে।বিশ্ববিদ্যালয়ে যারা ভারতের পতাকা পদদলিত করেছে, তাদের তথ্য বের করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এনএসআই ও ডিজিএফআই এরা কার ইশারায় এসব করছে? আমি  সরকারের প্রতি উদাত্ত আহ্বান করছি এই প্রতিষ্ঠানগুলোকে  সংস্কার করার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সমন্বয়ক আব্দুল কাইয়ুম সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন সমন্বয়ক ওমর ফারুক, পৌর প্রতিনিধি সালেহউদ্দিন শাওন, সহ-সমন্বয়ক ওমর ফারুক শুভ, ছাত্র প্রতিনিধি বদরুদ্দোজ্জা নোবেল, নুর হোসেন, আশিক নোমান, দাগনভূঞা উপজেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মোসাব্বির হত্যা: ৩ আসামি রিমান্ডে, একজনের দোষ স্বীকার
  • ১২ জানুয়ারি ২০২৬
আমার ছাত্রদল যদি রাজনীতি না করতে পারে, তাইলে এই মেডিকেল কলে…
  • ১২ জানুয়ারি ২০২৬
ফের পেছাল ব্রাকসু নির্বাচন
  • ১২ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
হাসপাতালে আশ্রয় নেওয়া নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ, দুই আনসার সদস…
  • ১২ জানুয়ারি ২০২৬
নির্বাচনের মাঠে এবার ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য: স্বরাষ্ট্র উ…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9