বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

সড়কে পড়েছিল দুই বন্ধুর নিথর দেহ
সড়কে পড়েছিল দুই বন্ধুর নিথর দেহ  © সংগৃহীত

ঘুরতে বেরিয়েছিলেন দুই বন্ধু। তবে ঢাকা-চট্টগ্রাম মহসড়কেই নিভে গেছে তাদের জীবনপ্রদীপ। বাড়ি ফেরা হয়নি তাদের। বুধবার রাত সাড়ে আটটার দিকে মহাসড়কের মেঘনা সেতুতে অজ্ঞাত গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন তারা।

বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় ঘোরাফেরা শেষে মুন্সিগঞ্জের গজারিয়ার উপজেলার বাউশিয়ায় ফিরছিলেন আশরাফুল শেখ (১৭) ও অসিম আহমেদ (১৮)। দুর্ঘটনার পর তাদের মরদেহ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানা।

আশরাফুল গজারিয়া উপজেলার বাউশিয়ার মো. আলাল শেখের ছেলে। সে সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এস আর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। আর অসিম আহমেদ একই ইউনিয়নের চর চৌদ্দকাহনিয়া এলাকার সেলিম মিয়ার ছেলে। তিনি দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, অজ্ঞাত গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ