ভোলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ  © সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন প্রায় ৫০ নেতাকর্মী। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার সদর আইচা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের অনুসারীরা একটি প্রতিবাদ সভা ও মিছিল বের করেন। এ সময় সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের কয়েকজন অনুসারী পাল্টা একটি মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের প্রায় ৫০ নেতাকর্মী আহত হন। খবর পেয়ে  পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করেন।

নয়নের অনুসারী যুবদলের সদস্য সিরাজুল ইসলাম সবুজ খান জানান, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী যুবদলের নেতাকর্মীদের নিয়ে দেশ-বিদেশে সরকারি বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে দক্ষিণ আইচা বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এর জেরে নাজিম উদ্দিন আলমের অনুসারীরা পাল্টা মিছিল বের করে তাদের মিছিল পণ্ড করতে চায়। পরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তাদের প্রায় ২৭ নেতাকর্মী আহত হয়েছেন। পরে আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন: ভোলায় হাসপাতালে অনিয়ম বন্ধ ও সুচিকিৎসা নিশ্চিতের দাবি

অন্যদিকে আলমপন্থি বিএনপি নেতা মো. ফারুক মাস্টারের দাবি, নয়নের অনুসারীরা যুবলীগ ও ছাত্রলীগে নেতাকর্মী নিয়ে পুলিশের উপস্থিতিতে লাঠি মিছিল নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এতে প্রায় ২০ নেতাকর্মী নেতাকর্মী আহত হয়েছেন।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁয়া জানান, পুলিশের অনুমতি ছাড়া মিছিল বের করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এখন পরিস্থিতি শান্ত।


সর্বশেষ সংবাদ