বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উদ্দেশ্য ভয়ংকর: রিজভী

রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী
রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী  © সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভারত বাংলাদেশের বিরুদ্ধে আজগুবি অপপ্রচার করছে। তাদের উদ্দেশ্য ভয়ংকর খারাপ। তারা চট্টগ্রাম দাবি করলে, আমরা বাংলা বিহার উড়িষ্যা দাবি করব।’

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় ‘দেশীয় পণ্য, কিনে হও ধন্য’ ব্যানারে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, মমতা ব্যানার্জি বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাতে বলেছেন। একটি সার্বভৌমত্বের দেশে কীভাবে অন্য একটি বাহিনী পাঠায়। এ থেকে প্রমাণ হয় শেখ হাসিনা পালিয়ে গেছেন, এতে ভারতের রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধির মন খারাপ।

তিনি বলেন, আদতে ভারতের রাজনীতিবিদদের গোড়া রসুনের মত একই জায়গায়। তারা এদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করে না; বন্ধুত্ব করে শেখ হাসিনার সঙ্গে।

আরও পড়ুন: র‍্যাব বিলুপ্ত করার সুপারিশ বিএনপির

ভারতের ভিসা সীমিত করা প্রসঙ্গে রিজভী বলেন, ‘তাদের ভিসা সীমিত করার সিদ্ধান্তে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। আজ কলকাতা নিউমার্কেট ফাঁকা, হাসপাতালগুলো রোগী শূন্য। আমরা যদি শক্ত হয়ে দাঁড়াই, আমার চিকিৎসা ব্যবস্থা ঠিক করি তাহলে দেশের একটি লোকও ভারতে চিকিৎসা করতে যাবে না।’

বিএনপির এই নেতা দাবি করেন, বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ। সিন্ডিকেট করে সংকট তৈরি করা হয়েছে টাকা লুটপাট করার জন্য। বাংলাদেশিদের ভারত থেকে শাড়ি, সাবান, বিছানার চাদর বা অন্য কিছু কেনা উচিত নয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী এশা, সদস্য সচিব মামুনুর রশীদ।

বক্তব্য শেষে রুহুল কবির রিজভী স্বল্প মূল্যে লুঙ্গি, শাড়ি, সাবান ও পাঞ্জাবি বিতরণ করেন প্রান্তিক মানুষের মধ্যে। পরে তিনি ভারতীয় একটি জয়পুরি বিছানার চাদর পোড়ান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence