ছাত্রশিবিরের আয়োজনে সায়েন্স ফেস্ট ২৯ ডিসেম্বর, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ছাত্রশিবির
ছাত্রশিবির  © লোগো

বিশ্বকে যারা বিভিন্ন নতুন আবিষ্কার ও উদ্ভাবন উপহার দিয়ে গেছেন, সেই মহান মনীষীর একজন হলেন মুসলিম বিজ্ঞানী আল-হাজেন। তার পুরো নাম আল-হাসান ইবন আল-হায়সাম। তবে তিনি পশ্চিমা বিশ্বে আল-হাজেন নামেই পরিচিত। তিনি ছিলেন বিজ্ঞান চিন্তার একজন অগ্রদূত। দৃষ্টিবিজ্ঞান (অপটিকস), আলোকবিজ্ঞান ও আলো সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত আবিষ্কার করে গেছেন। তার স্মরণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বাস্তব জীবনে বিজ্ঞান চর্চাকে অনুপ্রািণত করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজন করতে যাচ্ছে 
'ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪'।

জানা গেছে, ভিন্নধর্মী এই উৎসব শুরু হবে আগামী ২৯ ডিসেম্বর, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যােন। উৎসব চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এতে ৫ম শ্রেণি থেকে ১২তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশন ফি একদম ফ্রি।

ছাত্রশিবির তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানায়। এতে আরো জানানো হয়, সায়েন্স ফেস্টে থাকছে  জুনিয়র সায়েন্টিস্ট হান্ট (প্রজেক্ট শো)। বিজয়ীরা পাবে অর্থ পুরস্কার। চ্যাম্পিয়ন পুরস্কারের অর্থমূল্য ৬০ হাজার টাকা।

আয়োজকের জানান, ফেস্টে অংশ নিতে চাইলে অনলাইন রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিস্টেশনের শেষ হবে আগামী ২৫ ডিসেম্বর।
 
পুরস্কার ও নিয়মাবলি:
চ্যাম্পিয়ন পুরস্কার : ৬০,০০০ টাকা
রানার-আপ : ৪০,০০০ টাকা
তৃতীয় স্থান : ৩০,০০০ টাকা
৪র্থ স্থান : ২০,০০০ ও
৫ম স্থান : ১০,০০০ টাকা
রেজিষ্ট্রেশন লিংক : https://forms.gle/sdr5yJnkErJn6RM66

রুবিক্স কিউব প্রতিযোগিতা
চ্যাম্পিয়ন পুরস্কার : ১৫,০০০ টাকা
রানার-আপ : ১০,০০০ টাকা
তৃতীয় স্থান : ৫,০০০ টাকা

রেজিষ্ট্রেশন লিংক : https://forms.gle/4NmV85vdWp75GbG87

 


সর্বশেষ সংবাদ