ছাত্র-জনতার ওপর গুলি চালানো সেই ছাত্রলীগ নেতা এখন রাশিয়ায়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ PM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ PM

জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে প্রকাশ্যে পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আশেক মাহমুদ কলেজ শাখার দপ্তর সম্পাদক শাহরিয়ার ইসলাম রাফি। সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি নিজের অবস্থান জানান দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে তার নিজস্ব ফেইসবুক আইডিতে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লোকেশন দিয়েছেন ‘ভোরোনেজ, রাশিয়া’ ।
মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই এলাকায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। মামলার পরেও তিনি কীভাবে দেশ ছাড়তে সক্ষম হলেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
এ বিষয়ে শাহরিয়ার ইসলাম রাফির বাবা মো.আসলাম বলেন, 'ডিসেম্বর মাসের শুরুতে রাফি রাশিয়া চলে গেছে। অনেক আগেই চলে যাওয়ার কথা ছিল। মামলার কারণে যেতে দেরি হলো। স্টুডেন্ট ভিসা হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। পরে জব ভিসায় গিয়েছে। তবে বিমানবন্দরে কোনো ঝামেলা হয়নি। নিরাপদেই গিয়েছে।
রাফির রাশিয়ায় পালিয়ে যাওয়া নিয়ে জামালপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইশাহাক হাসান ইখলাস বলেন, 'ছাত্রদের ওপর পিস্তল নিয়ে হামলাকারী কীভাবে দেশের বাইরে চলে যায়? এটা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা।’
এ প্রসঙ্গে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’
উল্লেখ্য, ৩ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা মিছিল নিয়ে জামালপুর জেলা হাইস্কুল মোড়ের দিকে গেলে সেখানে আগ্নেয়াস্ত্র ও দেশি-বিদেশি অস্ত্র নিয়ে হামলা করেন ছাত্রলীগ নেতা শাহরিয়ার ইসলাম রাফিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা
এ ঘটনায় ১৭ আগস্ট, জামালপুর থানার উপপরিদর্শক মিঠু মিয়া, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদকে প্রধান এবং শাহরিয়ার ইসলাম রাফিকে দ্বিতীয় আসামি করে একটি মামলা করেন।