সিরিয়ায় আসাদের পতন, যা বললেন হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ
হাসনাত আব্দুল্লাহ  © সংগৃহীত

সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এর মধ্য দিয়ে আসাদের দীর্ঘ ২৪ বছর ও পরিবারসহ ৫৪ বছরের শাসনের অবসান ঘটলো।

আর বাংলাদেশেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শনিবার রাত থেকে নানা স্ট্যাটাসে ভেসে বেড়াচ্ছে। আসাদ সরকারের পতন নিয়ে নিজের আইডিতে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (৮ ডিসেম্বর) তিনি লেখেন, ‘রাজনৈতিক পরিসরে যখন আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার প্রসঙ্গ ওঠে, তখন আমি ইউটিউবে জুলাই-অগাস্ট মাসের খবরগুলো দেখি। সেসব দেখার পর জলপাই রঙের উর্দি পরা দেশপ্রেমিক অফিসার ও সৈনিকদের জন্য এক গভীর অনুতাপ অনুভব করি। জেনারেলদের বিরুদ্ধে গিয়ে তাদের নেওয়া এই বোল্ড ডিসিশনের কী নিদারুণ অপচয়!’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের পরিণতি সিরিয়ার আসাদের চাচাতো ভাইয়ের মতো না করার এই আক্ষেপ বোধ হয় আমাদের সারা জীবন পুড়িয়ে যাবে।’

এদিকে দামেস্কের নিয়ন্ত্রণ এখন সশস্ত্র বিদ্রোহীদের হাতে। তবে প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিশোধ নেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

রোববার বার্তা সংস্থা রয়টার্স জানায়, একটি প্লেনে চড়ে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশে দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর আগেই সিরিয়ার রাজধানীতে প্রবেশের কথা জানান বিদ্রোহীরা। এরপর দামেস্ক উপকণ্ঠে একটি কারাগার থেকে বন্দিদের মুক্ত করে দেন তারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence