ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন এলাকার লোকজন

রমেশ দেবনাথ
রমেশ দেবনাথ

যশোরের মনিরামপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক রমেশ দেবনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। রমেশ দেবনাথ মনিরামপুর পৌর এলাকার গাংড়া গ্রামের মৃত অসিত দেবনাথের ছেলে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে নিজ গ্রাম গাংড়া থেকে গ্রেপ্তার হন রমেশ দেবনাথ।

জানা যায়, ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর থেকেই রমেশ দেবনাথ গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে ছিলেন। আটকের দিন দুপুরে বাড়ির পাশে গাংড়ার বিলে অবস্থান করছিলেন তিনি। স্থানীয়রা রমেশকে মারধর করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রমেশকে গ্রেপ্তারের পর মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রমেশের বড় ভাই পরেশ দেবনাথ দাবি করে বলেন, বোরো মৌসুমে ধান আবাদে বাড়ির পাশে মাঠে বীজতলা তৈরির কাজ করছিল রমেশ। তাদের গভীর নলকূপ নিয়ে স্থানীয় কয়েকজনের সাথে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ওই প্রতিপক্ষ রমেশকে বেদম মারধর করে পুলিশে দেয়। রমেশকে বাঁচাতে এগিয়ে আসলে ছোট বোন মুক্তিদেবনাথকেও মারধর করা হয়।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ জানান, অভিযোগের ভিত্তিতে ছাত্রলীগ নেতা রমেশ দেবনাথকে  গ্রেপ্তার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence