আশ্রয়ণ প্রকল্পের ঘর দখলে নিলেন শ্রমিক লীগ নেতা

  © সংগৃহীত

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক স্বপন ফরাজীর বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের ঘর দখলের অভিযোগ উঠেছে।

গত ২৮ নভেম্বর চরবাড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন হাওলাদার বরিশাল জেলা প্রশাসক বরাবর স্বপন ফরাজীর বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্প দখলের (জালিয়াতির) অভিযোগ এনে লিখিত দেন। অভিযোগ পত্রে, স্বপন ফরাজীকে বন্দোবস্ত দেওয়া ৫০ শতাংশ খাস জমির বন্দোবস্ত বাতিল ও সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর বাতিলের দাবি জানান তিনি। 

চরবাড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন হাওলাদারের অভিযোগ করেন, ভূমিহীন সনদে ৫০ শতাংশ খাস জমি বন্দোবস্ত পাওয়ার পর তা বিক্রি করে দেন শ্রমিক লীগ নেতা স্বপন ফরাজী। এরপর সরকারি আশ্রয়ণ প্রকল্পে পুনরায় ভূমিহীন সনদ দিয়ে পাকাঘর নেন তিনি। জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদারের সহায়তায় এ সবই সম্ভব হয়েছে।

আল আমিন হাওলাদার তার অভিযোগে উল্লেখ করেন, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া মৌজায় সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত দিকে আশ্রয়ণ প্রকল্পে ২০২৩ সালে ভূমিহীনদের ঘর প্রদানকালে তিনি একটি ঘর পাওয়ার জন্য আবেদন করেন। যাচাই-বাছাইতে তালিকায় ঘর পাওয়ার জন্য তার নাম নিবন্ধিত হয়েছিল। তবে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ায় ঘর দেওয়া হয়নি। তার জন্য বরাদ্দকৃত সাপানিয়া আশ্রয়ণ প্রকল্পের ২৩ নম্বর ঘরটি দেয়া হয়েছে স্বপন ফরাজীকে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ায় স্বপন ফরাজী ও তার স্ত্রী রুমা বেগম ২০১৯ সালে ভূমিহীন সেজে ৫০ শতাংশ জমি নেন। ওই জমি বিক্রি করে পুনরায় সাপানিয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে ২৩ নম্বর ঘরটি নিজের নামে বরাদ্দ নেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ বলেন, এ ব্যাপারে আমরা একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদনে  সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ