সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নারী নির্যাতনবিরোধী শপথপাঠ কাল

প্রতিটি ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতার ঘটনা বেড়ে চলেছে
প্রতিটি ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতার ঘটনা বেড়ে চলেছে  © প্রতীকী ছবি

পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, জনসমাগমস্থল—প্রতিটি ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতার ঘটনা বেড়ে চলেছে। সময়ের সঙ্গে পাল্টাচ্ছে নির্যাতনের ধরন। সাইবার জগতে নারীর প্রতি হয়রানি এখন ভয়াবহ রূপ নিয়েছে। এসব নির্যাতন রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নারী ও শিশু নির্যাতনবিরোধী শপথবাক্যা পাঠের নির্দেশনা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় একযোগে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে। ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হবে। 

বুধবার (৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাদরাসা ও কারিগরি বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে শিক্ষার্থী কর্তৃক নারী ও শিশু নির্যাতনবিরোধী শপথ পাঠ করানোর সিদ্ধান্ত হয়েছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence