টিকটক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা, কলেজছাত্রের মৃত্যু
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ PM , আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ PM
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রাধিকা সড়কে টিকটক করতে গিয়ে রাফি (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) মোটরসাইকেল দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে নিরাপত্তা পোলের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আলমনগর গ্রামের শামসুল হকের ছেলে ও নবীনগর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
নবীনগর সরকারি হাসপাতালের ইউ এইচ ও কৃশলয় সাহা বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় রাফি নামের একটি ছেলে এখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিক্যালে রেফার্ড করা হয়েছিল।
স্থানীয়রা জানান, শখের বসে বন্ধুর মোটরসাইকেল নিয়ে টিকটকের জন্য ভিডিও করতে যায় রাধিকা সড়কে। এক প্রান্ত থেকে রাফি মোটরসাইকেল চালিয়ে আসছিল আর অপর প্রান্তে তার বন্ধু মোবাইল হাতে নিয়ে ভিডিও ধারণ করেছিল। ঠিক তখনই রাফি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দেয়া নিরাপত্তা পোলের ওপর গাড়ি নিয়ে সরাসরি ধাক্কা মারলে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য কুমিল্লাতে নেয়ার সময় রাফির মৃত্যু হয়।
তার অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, এ সংক্রান্ত একটি ঘটনা শুনেছি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।