ইসি সচিব শফিউল আজিমকে ওএসডি

শফিউল আজিম
শফিউল আজিম  © সংগৃহীত

নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম।

এতে বলা হয়, ইসি সচিব শফিউল আজিমকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হলো। জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ছিলেন শফিউল আজিম।

আরও পড়ুন: ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব

১৯৯৫ সালে ১৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন তিনি। শফিউল আজিম সাভারে লোকপ্রশাসন প্রশিক্ষণ ইনষ্ঠিটিউটের উপপরিচালক ছিলেন। বিমানে যোগদানের আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (আইন ও বিধি অনুবিভাগ) হিসেবে দায়িত্বরত ছিলেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সচিব পদে নিয়োগ পাওয়া বেশিরভাগ কর্মকর্তাকে ওএসডি করেছে অন্তর্বর্তী সরকার। কয়েকজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এবার এ তালিকায় যুক্ত হলেন শফিউল আজিম।  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence