অনাগত সন্তানকে দেখতে পারলেন না আইনজীবী সাইফুল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১০:৫৯ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ১০:৫৯ PM
চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের (৩৫) তাসকিয়া নামের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে তার স্ত্রী ইসরাত জাহান তারিন চার মাসের অন্তঃসত্ত্বা। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন আলিফ-তারিন দম্পতি।
কিন্তু ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নিয়ে যাওয়ার সময় বাধাদানকারী তার সর্মথকদের হামলায় আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) নিহত হন তিনি। ফলে অনাগত সন্তানের মুখ আর দেখে যেতে পারলেন না অ্যাডভোকেট সাইফুল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের পাশে নিহত আলিফের স্বজনরা কেবল বিলাপ করছেন। সন্তানকে হারিয়ে বার বার মুর্ছা যাচ্ছিলেন তার বৃদ্ধ বাবা জামাল উদ্দিন।
বিলাপ করতে করতে সাইফুলের বোন জান্নাত আরা বলেন, তিন বছরের ছোট্ট একটা মেয়ে রয়েছে সাইফুলের। অন্যদিকে তার স্ত্রী ইসরাত জাহান তারিন চার মাসের অন্তঃসত্ত্বা। এখন বাচ্চা মেয়েটার কি হবে? আমার পরিবার তো শেষ হয়ে গেলো। অনাগত সন্তানের মুখ দেখা হলো না আমার ভাইয়ের।
জানা যায়, সাত ভাইবোনের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ চতুর্থ। বিয়ে করেছেন বছর কয়েক আগে। সদ্য সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হন তিনি।
ভাইয়ের আহত হওয়ার খবর শুনার পর মেডিকেল পড়ুয়া মেয়েকে জান্নাত আরা বলেন, আসরের সময় একজন খবর দিয়েছে সাইফুলের যেন কি হয়েছে। আমার মেয়েটা মেডিকেলে পড়ে। আমি ওকে ফোন দিয়ে বলি যে, তোমার মামার কি হইছে একটু দেখতে যাও তো। পরে মেয়ে আমাকে বলে মা, মামা তো আর নেই। হাসপাতালে ছুটে এসে দেখি আমার আদরের ভাইটা আর নেই। বাবার ভালোবাসা বুঝার আগেই এতিম হয়ে গেল তাসকিয়া।