বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮ নভেম্বর ২০২৪, ০১:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমান গ্রেপ্তার

পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমান গ্রেপ্তার © সংগৃহীত

মেহেরপুরে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশেষ ট্রাইব্যুনালে মামলার জেরে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমানকে (৪৪) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৮ নভেম্বর) ভোরে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাসপাতাল পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মফিজুর রহমান মোনাখালী গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী দেশি-বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় গত ২৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলা করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেন। পরে মামলাটি মেহেরপুর সদর থানায় নথিভুক্ত করা হয়।

মেহেরপুর র‌্যাব-১২, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ জানান, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলায় এজাহারনামীয় পলাতক আসামি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমানকে তথ্যপ্রযুক্তির সহায়তায় চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসপাতাল পাড়া থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মফিজুর রহমানকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এনসিপির ইশতেহারে যা থাকছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
আইআইইউসির ষষ্ঠ সমাবর্তন শনিবার, সনদ পাচ্ছেন ৮ হাজার গ্রাজুয়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও মানসম্মত করার…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের প্রতিনিধিদের প্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফের ব্যর্থ বাবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু পুঁজি পাকিস্তান…
  • ২৯ জানুয়ারি ২০২৬