ছাত্রলীগের লোগোর সঙ্গে মিল, নতুন সংগঠনের আত্মপ্রকাশ

১৭ নভেম্বর ২০২৪, ০৫:৫০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বাংলাদেশ মুক্তির ডাক ৭১ নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

বাংলাদেশ মুক্তির ডাক ৭১ নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সমুন্নত রাখা, স্বাধীনতা ও সংবিধান সুরক্ষিত রাখার উদ্দেশ্য ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ নামে নতুন এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। যার লোগো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লোগোর সঙ্গে মিল রয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাজধানী ঢাকার উত্তরা এলাকায় একটি রেস্টুরেন্টে ‘গোপনীয়তার’ সঙ্গে এই সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ-আদনান অন্তরের নেতৃত্বে এই সংগঠন যাত্রা শুরু করেছে। সংগঠনটির ঘোষণাপত্র এবং লক্ষ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে, এটি মূলত স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সংগীত এবং মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষার ওপর জোর দিচ্ছে। সংগঠনের প্রধান উদ্দেশ্য হলো মুজিববাদ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা।

‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ আদনান অন্তর। সংগঠনটির চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন, আর মহাসচিব হিসেবে খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসেবে হুমায়ুন কবির জয় দায়িত্ব পালন করবেন। 

আল রিয়াদ আদনান অন্তর জানিয়েছেন যে, সংগঠনটির মূল লক্ষ্য হলো মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং স্বাধীনতাবিরোধীদের শক্ত হাতে প্রতিরোধ করা। এছাড়াও, সংগঠনটি সামাজিক উন্নয়ন এবং মানবিক কাজের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা করছে। মাঠপর্যায়ে কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

এনসিপির ইশতেহারে যা থাকছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
আইআইইউসির ষষ্ঠ সমাবর্তন শনিবার, সনদ পাচ্ছেন ৮ হাজার গ্রাজুয়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও মানসম্মত করার…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের প্রতিনিধিদের প্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফের ব্যর্থ বাবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু পুঁজি পাকিস্তান…
  • ২৯ জানুয়ারি ২০২৬