সাংবাদিকদের সন্তানদের শিক্ষা বৃত্তি দিচ্ছে কল্যাণ ট্রাস্ট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১২:১৪ PM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ১২:১৪ PM
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট অসচ্ছল, দুর্ঘটনায় গুরুতর আহত, অবসরপ্রাপ্ত ও মৃত সাংবাদিকদের সন্তানদের লেখাপড়ার জন্য মাসিক শিক্ষা বৃত্তি দেয়া হবে।
সোমবার (১১ নভেম্বর) সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য বৃত্তি প্রদান সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য মঞ্জুরি ও বৃত্তি প্রদান নির্দেশিকা-২০২৩ অনুযায়ী, অসচ্ছল, দুর্ঘটনায় গুরুতর আহত, অবসরপ্রাপ্ত (অসচ্ছল) এবং মৃত সাংবাদিকদের ৬ষ্ঠ শ্রেণী থেকে স্নাতকত্তোর/সমমান পর্যায়ে অধ্যয়নরত মেধাবী সন্তানদের মাসিক বৃত্তি/স্টাইপেন্ড/এককালীন মঞ্জুরি নির্ধারিত ফর্ম-এ যথাযথ নিয়ম অনুসরণ করে আবেদন করার আহবান করা হয়েছে। আবেদন চলবে আগামী ১৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।
আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, সাংবাদিকতার স্বপক্ষে পরিচয়পত্র/প্রত্যয়নপত্র, সাংবাদিক হিসেবে পাঁচ বছর কাজ করার স্বপক্ষে সনদ/প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর জন্মনিবন্ধনের কপি, মৃত্যুবরণকারী সাংবাদিকের সন্তানদের ক্ষেত্রে মৃত্যুসনদের কপি, শিক্ষার্থীর দুই কপি পাসর্পোট সাইজ রঙ্গিন ছবি, শিক্ষার্থীর মূল নম্বরপত্রের (মার্কশিট) ফটোকপি (প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত) থাকতে হবে।
আবেদন ফরম বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট (http://www.bjwt.gov.bd) হতে সংগ্রহ করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, ১১২, সার্কিট হাউস রোড, ঢাকা-১০০০।